Affected 1 TMC supporter : বিজেপির দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে বচসা
Affected 1 TMC supporter : বিজেপির দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে বচসা।বচসার মধ্যে বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত তৃণমূল সমর্থক! ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রাম জেলা মর নয়াগ্ৰাম ব্লকের টোটাসাই এলাকায় ।

মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়
আহত তৃণমূল কর্মীকে প্রথমে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে সেখানে তার অবস্থার অবনতি ঘটায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

তৃণমূল সমর্থক এর বাড়ির সামনে জোরপূর্বক দলীয় ফ্লাগ বাঁধার চেষ্টা
জানা গিয়েছে, সোমবার নয়াগ্রামের টোটাসাই এলাকার তৃণমূল সমর্থক এর বাড়ির সামনে জোরপূর্বক দলীয় ফ্লাগ বাঁধার চেষ্টা করে কয়েকজন বিজেপি কর্মী বলে অভিযোগ ।ঘটনা প্রত্যক্ষ করা মাত্র বাধা দেন তৃণমূল কর্মী। সেই সময় তৈরি হয় বচসা।

অভিযোগ বিজেপি কর্মীরা চড়াও হয় তৃণমূল কর্মীর উপর
অভিযোগ তখন বিজেপি কর্মীরা চড়াও হয় তৃণমূল কর্মীর উপর।লোহার রড দিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ। তখন গুরুতর আহত অবস্থায় তৃণমূল কর্মীকে ভর্তি করা হয় নয়াগ্রাম সুপার স্প্যাসালিটি হাসপাতালে।যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব।
