The governor : নিহত বিজেপি কর্মীর বাড়িতে এলেন রাজ্যপাল

গত ২৩ শে মার্চ পিংলায় রহস্যজনকভাবে মৃত বিজেপি কর্মী শান্তনু ঘোড়াই এর পরিবারের সঙ্গে দেখা করতে ট্রেনে করে এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

The governor : পিংলায় নিহত বিজেপি কর্মীর বাড়িতে এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।শালিমার হায়দ্রাবাদ ইষ্ট কোষ্ট এক্সপ্রেসে খড়গপুর আসেন রাজ্যপাল

The governor : সোমবার রাজ্যপাল শালিমার থেকে শালিমার হায়দ্রাবাদ ইষ্ট কোষ্ট এক্সপ্রেসে খড়গপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে পৌঁছান। খড়গপুর স্টেশনে প্রায় মিনিট ২৫ থেকে বারবাসীতে নিহত বিজেপি কর্মীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এদিন রাজ্যপারকে খড়গপুর স্টেশনে স্বাগত জানান রেলের খড়গপুর ডিভিশনের ডিআরএম কে আর চৌধুরী, খড়গপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট অলোক পুরোহিত।

Table of Contents
354710cookie-checkThe governor : পিংলায় নিহত বিজেপি কর্মীর বাড়িতে এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। visited the house of the slain BJP worker. Gave a stern message , 08 04 24