Heartbreaking image : অসুস্থ শিশু কোলে প্রান হাতে নিয়ে ছুটলেন মা

Heartbreaking image : শুক্রবার রাতে এক হৃদয়বিদারক চিত্র ধরা পরল সানন্দা নিউজ এর চিফ এডিটরের মোবাইলে, স্টুডিও থেকে বাড়ি ফেরার পথে বেলদা রেলগেটে আটকে যান সানন্দা নিউজ এর চিফ এডিটর অখিল বন্ধু মহাপাত্র, তখনও ট্রেন আসতে কিছুটা সময় বাকি আছে, দু প্রান্তেই রেলগেট পড়ে গেছে আর সেই সময় তিনি দেখতে পেলেন, একজন মা তার কোলের বাচ্চাকে নিয়ে বিপদকে উপেক্ষা করে বেলদার দিক থেকে রেলগেটের নিচ দিয়ে দেউলী সুপার স্পেশালিটি হাসপাতালের দিকে ছুটে যাচ্ছেন চোখে মুখে একটা আতঙ্কের ছবি।
প্রাণের ঝুঁকি নিয়ে অসুস্থ শিশুকে বাঁচাতে বন্ধ রেলগেট ক্রস করলেন মা ।

Heartbreaking image : ঘটনায় যেটা যায় ওই মা তার বাচ্চাকে পরিবারের কয়েকজনের সঙ্গে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্দেশ্যে আসছিলেন, বাচ্চার গায়ে প্রচন্ড জ্বর ছিল, ক্রমশ সেই শিশুটি কোলে নেতিয়ে পড়ছিল, কিন্তু দীর্ঘক্ষণ রেলগেট আটকে থাকার জন্য তিনি হাসপাতালে পৌঁছতে পারছেন না, কিন্তু কখন ট্রেন আসবে আর তিনি তার কোলের শিশুকে নিয়ে হাসপাতালে পৌঁছতে পারবেন সেই অপেক্ষা যেন তারা আর হলো না, শিশুর অবস্থা ক্রমশ খারাপ হছিল, তখনই মমতাময়ী মা আর অপেক্ষা করতে না পেরে নিজেই শিশুকে কোলে নিয়ে বেলদার দিক থেকে বিপদকে উপেক্ষা করে ছুটলেন হাসপাতাল এর উদ্দেশ্যে, অত্যন্ত ভয়ংকর এই ছবি সানন্দা নিউজের চিফ এডিটার অখিল বন্ধু মহাপাত্র রেল গেট ক্রস করার সময় তার মোবাইলে তুলে নেন।
লেভেল ক্রসিংয়ের এই বাধা যে কত দুর্বিষহ বৃহস্পতিবার রাতের ঘটনা তারই প্রমাণ।

এই প্রান্তে পৌঁছে গেট পার হওয়ার অপেক্ষারত একটি টোটোয় করে হাসপাতলে পৌঁছান শিশুসন্তান সহ মা। বর্তমানে ওই শিশুটির চিকিৎসা চলছে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে। কেশিয়াড়ি মোড়ের লেভেল ক্রসিংয়ের এই বাধা যে কত দুর্বিষহ বৃহস্পতিবার রাতের ঘটনা তারই প্রমাণ। ট্রেন চলে আসবে এই আশঙ্কাকে তুচ্ছ করে একজন অসহায় মা আর পরিবারের লোকজন নিজের অসুস্থ সন্তানকে নিয়ে ছুটছেন।

কবে হবে এই কষ্টের অবসান?
এ দৃশ্য কবে বন্ধ হবে? কবে দূর হবে জীবন বিপন্ন করা এই বাধা? এটাই এখন কোটি টাকার প্রশ্ন।
