Construction of illegal house on government land : সরকারি জায়গা দখল
সরকারি জায়গা দখল করে বেআইনিভাবে বাড়ি তৈরি করতে গিয়ে ফেঁসে গেলেন এক সরকারি আধিকারিক। পূর্ত দফতরের নোটিশ পাওয়ার পরই একপ্রকার বাধ্য হয়ে লোক লাগিয়ে অবৈধভাবে নির্মিয়মান বাড়ির অংশ নিজেই ভেঙে দিলেন ওই সরকরি আধিকারিক। ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে খড়গপুর দুই ব্লকের চাঙ্গুয়াল গ্ৰাম পঞ্চায়েতের ধীতপুর এলাকায়।

সরকারি আধিকারিক অবৈধভাবে বাড়ি নির্মাণ শুরু করেছিলেন
Construction of illegal house on government land : জানা গিয়েছে, শিবব্রত সিংহ রায় নামে এক সরকারি আধিকারিক ধীতপুর মৌজায় ৭৫১ ও ৭৬১ খতিয়ান নম্বরের ৩৪ দাগ নম্বর অবৈধভাবে বাড়ি নির্মাণ শুরু করেছিলেন বলে অভিযোগ ওঠে। আর এই অভিযোগ করেন চাঙ্গুয়াল গ্ৰাম পঞ্চায়েতের প্রধান দীপালি সিং। স্থানীয় মানুষজনের কাছ থেকে অভিযোগ পেয়ে গত ১১ জুন প্রধান দীপালি সিং খড়গপুর দুই নম্বর ব্লকের বিডিওর কাছে একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত হয়।

Construction of illegal house on government land : শিবব্রত সিংহ রায়কে ১ জুলাই একটি নোটিশ করা হয়।
পরবর্তীকালে রাজ্য পূর্ত দফতরের খড়গপুর মহকুমা বিভাগ থেকে সরকারি আধিকারিক শিবব্রত সিংহ রায়কে ১ জুলাই একটি নোটিশ করা হয়। সেই নোটিশে তাঁকে ৯ জুলাই মঙ্গলবার সরকারি জায়গা দখলের যাবতীয় কাগজপত্র সহ চুক্তি ও দলিল নিয়ে দেখা করতে বলা হয়। পাশাপাশি তাঁকে এই সময়কালের মধ্যে বেআইনি নির্মাণ সরিয়ে ফেলার কথা বলা হয়। পরিস্থিতি বেগতিক বুঝে সরকারি আধিকারিক শিবব্রত সিংহ রায় নিজেই উদ্যোগ নিয়ে লোক লাগিয়ে অবৈধ নির্মাণ ভেঙে দেন।

শিবব্রত সিংহ রায়,গ্ৰাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক হিসাবে কর্মরত।
Construction of illegal house on government land : জানা গিয়েছে শিবব্রত সিংহ রায়, নারায়ণগড় ব্লকের মকরামপুর গ্ৰাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক হিসাবে কর্মরত। এই ব্যাপারে চাঙ্গুয়াল গ্ৰাম পঞ্চায়েতের প্রধান দীপালি সিং বললেন ” শুধু এই একটি বেআইনি নির্মাণ নয়। স্থানীয় মানুষজনের অভিযোগ পেয়ে মকরামপুর গ্ৰাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক সহ আরও একজনের সরকারি জায়গা দখল করে বেআইনি নির্মাণের বিরুদ্ধে অভিযোগ জানাই লিখিতভাবে গত মাসের ১১ তারিখে। ওই অভিযোগ পাওয়ার পর তদন্ত হয়।

খড়গপুর মহকুমা শাসক যোগেশ পাতিল অশোক রাও বললেন
অপরদিকে খড়গপুর মহকুমা শাসক যোগেশ পাতিল অশোক রাও বললেন ” মকরামপুর গ্ৰাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ককে নোটিশ করা হয়েছে। সরকরি জায়গার উপর যে কাঠামো রয়েছে সেটি সরিয়ে নিতে বলা হয়েছে। আর এই নোটিশটি করেছে পূর্ত দফতর। কারন জায়গাটি পূর্ত দফতরের। বলা হয়েছে নোটিশ অনুযায়ী কাজ না করলে কঠোর পদক্ষেপ করা হবে।” আর এই নোটিশ পাওয়ার পরই মকরামপুর গ্ৰাম পঞ্চায়েতের এই নির্মাণ সহায়ক বিলম্ব না করে অবৈধ নির্মাণ ভেঙ্গে দিলেন।

শিবব্রত সিংহ রায় ক্যামেরার সামনে বিশেষ কিছু বলতে রাজি হন নি।
এই ব্যাপারে মকরামপুর গ্ৰাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক শিবব্রত সিংহ রায় ক্যামেরার সামনে বিশেষ কিছু বলতে রাজি হন নি। তিনি শুধু বললেন ” আমি সরকারি কর্মচারী। সরকারের নির্দেশ এসেছে। আর সেদিন নির্দেশ মতই আমি আমার সরকারি জায়গার উপরে তৈরি করা অংশটি ভেঙে দিলাম।’

চাঙ্গুয়াল গ্ৰাম পঞ্চায়েতের প্রধান দীপালি সিং বললেন
প্রসঙ্গত বেনাপুর থেকে মকরামপুর রাজ্য সড়কের ধারে রয়েছে ধীতপুর মৌজা। এই মৌজায় শুধু এই একটি অবৈধ নির্মাণ নয়। নয়ানজুলি ভরাট করে বহু অবৈধ বহুতল ভবন তৈরি হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এই ব্যাপারে খড়গপুর দুই নম্বর ব্লকের চাঙ্গুয়াল গ্ৰাম পঞ্চায়েতের প্রধান দীপালি সিং বললেন ” আমি দায়িত্ব নেওয়ার আগে যেগুলি হয়েছে সেগুলি নিয়ে কিছু করতে পারব না। তবে এইটুকু বলতে পারি আমার সময়ে কোনও সরকারি জায়গা দখল করে বেআইনি নির্মাণ হতে দেব না।”