জটিল অস্ত্রপ্রচারে সফল : দাঁতের গোড়ায় বড়ো আকারের সিস্ট অস্ত্রপ্রচার
জটিল অস্ত্রপ্রচারের মাধ্যমে রোগীর দাঁতের গোড়ায় থাকা বড়ো আকারের সিস্ট বের করতে সফল হলেন নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালের ডেন্টাল বিভাগের চিকিৎসকরা। বিনে পয়সায় প্রায় পাঁচ বছর ধরে থাকা সিস্ট অপারেশন করতে পেরে খুশি রোগী ও রোগীর পরিবার।

কেশিয়াড়ীর জ্যোতিকৃষ্ণপুরের বাসিন্দা
জটিল অস্ত্রপ্রচারে সফল : জানা গিয়েছে, কয়েকদিন আগে পাশের জেলা পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ীর জ্যোতিকৃষ্ণপুরের বাসিন্দা বছর পঞ্চান্ন এর প্রৌঢ় মহিলা রত্না সিং নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালের আউটডোরে আসেন চিকিৎসা করাতে।মহিলার দাঁতের গোড়ায় ছিল বড় আকারের একটি সিস্ট।দন্ত বিভাগের চিকিৎসক ডঃ শুভেন্দু মহান্তি দেখে অপারেশনের সিদ্ধান্ত নেন।

নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালেই এই জটিল চিকিৎসা করা হয়
য়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালেই এই জটিল চিকিৎসা করা হবে । শেষমেষ এ্যানাস্থেসিয়া বিভাগের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে মহিলার দাঁতের গোড়া অপারেশন এর সিদ্ধান্ত নেন । শেষমেষ সফলও হন চিকিৎসকরা।

সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা
হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে এরকম একটি চিকিৎসা পেয়ে খুশি রোগীর পরিবার, পাশাপাশি সাফল্য পেয়ে খুশি নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালের ডেন্টাল বিভাগের চিকিৎসকরা।
