Women Self Defense Training Camp : মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখা
বর্তমান সামাজিক পরিস্থিতিতে অনেকাংশে বিপন্ন নারী নিরাপত্তা। বাস , ট্রেন থেকে শুরু করে কর্মক্ষেত্র কিংবা স্কুলে কলেজে মেয়েদের অত্যাচারিত হওয়ায় খবর নিয়মিত শোনা যায়। এরকম পরিস্থিতিতে মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখাটাই খুব জরুরী হয়ে পড়েছে। তাই স্বেচ্ছাসেবী সংগঠন স্মাইল ফাউন্ডেশন এর উদ্যোগে শুক্রবার কেশিয়াড়ি কন্যা বিদ্যাপীঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হল একদিনের মহিলা আত্মরক্ষা প্রশিক্ষণ শিবির।

মেয়েদেরকে আত্মরক্ষার জন্য বেশ কিছু কৌশল শেখানো হয়।
Women Self Defense Training Camp : একদিনের এই প্রশিক্ষণ শিবিরে মেয়েদেরকে আত্মরক্ষার জন্য বেশ কিছু কৌশল শেখানো হয়। এই শিবিরে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন 5th Duan master shifu তাপস কুমার দাস এবং সাগর দাস। শিবিরে প্রশিক্ষক ছাত্রীদের আত্মরক্ষার বিভিন্ন কৌশলের শিক্ষা দেন। সমস্যায় পড়লে বা কেউ আক্রমণ করলে আত্মরক্ষার কোন কোন পদ্ধতি অবলম্বন করতে হবে তা শেখানো হয়। কেশিয়াড়ি কন্যা বিদ্যাপীঠের সমস্ত ছাত্রীরা এদিনের প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করে।

Women Self Defense Training Camp : নিজেরা নিজেকে আক্রমণের হাত থেকে রক্ষা করতে পারে তার জন্যই
মহিলারা যেভাবে নিত্যদিন আক্রমণের শিকার হচ্ছেন তার থেকে যাতে নিজেরা নিজেকে আক্রমণের হাত থেকে রক্ষা করতে পারে তার জন্যই এই শিবিরের আয়োজন বলে জানান এই প্রশিক্ষণ শিবিরের উদ্যোক্তা এবং স্মাইল ফাউন্ডেশন এর সম্পাদক সুরজিৎ বারিক। মহিলাদের আত্মরক্ষার কৌশল শেখাতে এই প্রশিক্ষণ শিবির হওয়াতে খুশি কেশিয়াড়ি কন্যা বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পদ্মা দাস ।তিনি জানান ছাত্রীদের জন্য এই ধরনের শিবির যাতে আরো আয়োজন করা হয় তার জন্য তিনি চেষ্টা করবেন।

প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করে খুশি স্কুলের ছাত্রীরা,
প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করে খুশি স্কুলের ছাত্রীরা, তাদের আর্জি এই ধরনের প্রশিক্ষণ শিবির যাতে আবারও করা হয়। এদিনের প্রশিক্ষণ শিবির সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন কেশিয়াড়ি কন্যা বিদ্যাপীঠের সমস্ত শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা, এদিনের এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন ‘হৃষিগন্ধা মহিলা ক্লাব’ এর সদস্যারা। এছাড়াও উপস্থিত ছিলেন স্মাইল ফাউন্ডেশনের সভাপতি অশোক ব্যানার্জি,উপদেষ্টা কমিটির অন্যতম সদস্যা অনিন্দিতা সাউ, সদস্য প্রদীপ দাস, সুধাংশু চিংড়ি, ঐন্দ্রিলা সাহু, সুদীপ সিংহ,সূর্যকান্ত জানা,অপর্ণা সাহু মিত্র, সমীর কুইল্যা,সত্যেস্বর মহাপাত্র সহ আরও অনেকে।
