Union Budget 2024 : তৃতীয় বিজেপি নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট নিয়ে তীব্র ঝড় দেশ জুড়ে

Union Budget 2024 : মঙ্গলের সকালে তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নতুন দিল্লির নবসাজে সজ্জিত সংসদভবনে এদিন ভারতবর্ষ উপমহাদেশের ২০২৪-২০২৫ আর্থিক বছরের বাজেট পেশ করেন তিনি।
টানা সাতবার বাজেট পেশ করে ইতিহাস গড়লেন নির্মলা সীতারামন।

টানা সাতবার বাজেট পেশ করে ইতিহাস গড়লেন দেশের বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর সেই ইতিহাস গড়লেন এমিন এক সময়ে যখন বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল নয়। এরকম পরিস্থিতিতে প্রথমবার বাজেট পেশ করল মোদী সরকার। আগে যতবার বাজেট পেশ করেছে, ততবার লোকসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল বিজেপির।
এবার সেটা নেই। ফলে রাজনৈতিক বাস্তব এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের ভারসাম্য রক্ষা করে সীতারামনকে বাজেট পেশ করতে হয়েছে।
Union Budget 2024 : মন জুগিয়ে চলতে হল প্রধান দুটি শরিক দলের জেডিইউ এবং টিডিপির

রাজনৈতিক বাস্তব এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের ভারসাম্য রক্ষা করে সীতারামনকে বাজেট পেশ করতে হয়েছে। তাতে মন জুগিয়ে চলতে হল প্রধান দুটি শরিক দলের জেডিইউ এবং টিডিপির। এই দুইদলের সমর্থন নিয়ে কেন্দ্রে সরকার গঠন করতে হয়েছে বিজেপিকে। সেই পরিস্থিতিতে বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষভাবে অসংখ্য বরাদ্দের ঘোষণা করলেন সীতারামন।
অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তব্যে পূর্ব ভারতের জন্য বিশেষ নজর দেওয়ার কথা উল্লেখ করেন।পূর্ব ভারতের উন্নয়নকে জোর দিয়েছে কেন্দ্র সরকার বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন পূর্বোদয় প্রকল্পের অধীনে পূর্ব ভারতের রাজ্যগুলির উন্নয়ন হবে। এই প্রকল্পের আওতায় রয়েছে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা।
বাংলার জন্য এবার বাজেটে বিশেষ কোনও প্যাকেজ ঘোষণা করা হয়নি
Union Budget 2024 : যদিও বাংলার জন্য এবার বাজেটে বিশেষ কোনও প্যাকেজ ঘোষণা করা হয়নি। বিহারের জন্য বন্যা মোকাবিলায় সাড়ে ১১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সেখানে বাংলার ঘাটালের জন্য কোনও বরাদ্দ করা হয়নি। প্রত্যেকবার বর্ষায় বানভাসি হয় উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের জন্যও কোনও টাকা বরাদ্দ করা হয়নি। বাংলার দীর্ঘদিনের দিনের দাবি ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করার। স্থানীয় সাংসদ দেব বা দীপক অধিকারী, সংসদের শেষ ভাষণে ঘাটাল মাস্টার প্ল্যানের দাবিও তুলেছিলেন। কিন্তু নির্মলা সীতারমণ যে তাতে কর্ণপাত করেননি তা স্পষ্ট হয়ে গেল মঙ্গলবার বাজেট পেশের পরেই।
কেন্দ্রীয় বাজেটে বিজেপি শাসিত রাজ্যগুলিকে বিশেষ প্যাকেজের আওতায় আনলেও, অবিজেপি শাসিত রাজ্যগুলির ক্ষেত্রে তেমন কোন সদর্থক ভূমিকা নিতে দেখা যায় নি। এই বাজেটে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুকে খুশি করার স্পষ্ট ছবি ধরা পড়েছে। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের ফলাফলের ছাপ ও স্পষ্ট ধরা পড়েছে।

বরাদ্দ বাড়লো কলকাতা মেট্রোর

কলকাতা মেট্রোর জন্য সামান্য বরাদ্দ বেড়েছে। এদিনের বাজেটেই এবার বরাদ্দ বাড়ল ইষ্ট- ওয়েস্ট মেট্রোর। জানা গিয়েছে, কলকাতার ইষ্ট ওয়েস্ট মেট্রোর জন্য ৯০৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যা আগে ছিল ৬০০ কোটি। এফলে বেশ অনেকটাই উপকৃত হল ইষ্ট- ওয়েস্ট মেট্রো।
দমদম এয়ারপোর্ট-নিউগড়িয়া ভায়া রাজারহাটে মেট্রো নির্মাণের জন্য ৪১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে। ২০২৩ সালে বাজেটে যা ছিল ১৭৫০ কোটি টাকা। আর তা এবার বেড়ে হল ১৭৯১.৩৯ টাকা। এছাড়াও জোকা-বিবাদী বাগ মেট্রোর বরাদ্দ বৃদ্ধি হয়েছে। এবার তা হয়েছে ৪০০ কোটি টাকা।
Union Budget 2024 : দেশের শীর্ষ ৫০০ কোম্পানিতে যুবক-যুবতীদের ট্রেনিং দেওয়া হবে
অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তাঁর বাজেট বক্তব্যে বলেন, দেশের শীর্ষ ৫০০ কোম্পানিতে যুবক-যুবতীদের ট্রেনিং দেওয়া হবে। এজন্য প্রত্যেক মাসে যুবকদের ৫০০০ টাকা করে ভাতা হিসাবে দেওয়া হবে। এই মাসিক ভাতা প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমের অধীনে ১২ মাসের জন্য দেওয়া হবে। তবে যুবকরা শুধুমাত্র আগামী ১২ মাসের জন্য শীর্ষ সংস্থাগুলিতে ইন্টার্নশিপের সুযোগ পাবেন। অর্থমন্ত্রীর দাবি আগামী পাঁচ বছরের জন্য এক কোটি যুবককে এই সুযোগ দেওয়া হবে।
দেশে উচ্চশিক্ষার জন্য ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে
Union Budget 2024 : যুবকদের রোজগারের ক্ষেত্রে এদিন নতুন পাঁচটি যোজনার উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় বাজেটে। গ্রামীণ কর্মসংস্থানের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। পাশাপাশি দেশে উচ্চশিক্ষার জন্য ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে।
Union Budget 2024 : পুরনো আয়কর কাঠামোতে এবার সামান্য পরিবর্তন
পুরনো আয়কর কাঠামোতে এবার সামান্য পরিবর্তন আনা হয়েছে। নতুন কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বাড়িয়ে করা হল ৭৫ হাজার টাকা। এছাড়া এমন কিছু পরিবর্তন করা হল যাতে, নতুন আয়কর কাঠামোয় ১৭ হাজার ৫০০ টাকা লাভ করতে পারবেন করদাতারা।
নতুন আয়কর কাঠামোয় বছরে ৩ থেকে ৭ লক্ষ পর্যন্ত আয়কারীদের ৫% আয়কর দিতে হবে।
৭ থেকে ১০ লক্ষ পর্যন্ত আয়ে ১০% আয়কর দিতে হবে। ১০ থেকে ১২ লক্ষ পর্যন্ত আয়ে ১৫% আয় দিতে হবে। ১২ থেকে ১৫ লক্ষ পর্যন্ত আয়ে ২০% আয়কর দিতে হবে। ১৫ লক্ষের বেশি আয়ে ৩০% কর।

অর্থমন্ত্রীর ঘোষণায় ‘সময়ে টি ডি এস না দিলে অপরাধ নয়’। এছাড়া ক্যাপিট্যাল গেনে ছাড় ১ লক্ষ থেকে বাড়িয়ে করা হল ২.২৫ লক্ষ। আগামীতে আয়কর কাঠামোর আরও সরলীকরণের আশ্বাস দিলেন সীতারমণ। দেরিতে আয়কর জমা দিলে তুলনায় কম জরিমানা ধার্য্য হবে।অর্থমন্ত্রী জানান, চলতি আর্থিক বছরে ৫৮ শতাংশ করদাতা নতুন কর কাঠামোয় নিজেদের কর জমা করেছেন।
চলতি অর্থবর্ষে ক্রীড়া মন্ত্রককে ৩,৪২২.৩২ কোটি টাকা
নরেন্দ্র মোদী পরিচালিত কেন্দ্রীয় সরকারের এবারের বাজেটে চলতি অর্থবর্ষে ক্রীড়া মন্ত্রককে ৩,৪২২.৩২ কোটি টাকা দেওয়া হয়েছে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন। বিগত অর্থবর্ষে এই বরাদ্দের পরিমাণ ছিল ৩,৩৯৬.৯৬ কোটি টাকা।
খেলো ইন্ডিয়াতে ২০ কোটি টাকা বরাদ্দ বৃদ্ধি হয়েছে। এবার এই প্রকল্পে ৯০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছে এবারের বাজেটে। গত অর্থবর্ষে তা ছিল ৮৮০ কোটি টাকা।
কমানো হয়েছে সোনা, রূপা এবং মোবাইলের দাম
তবে অত্যাবশ্যকীয় পণ্য বা জীবনদায়ী ওষুধের দাম না কমালেও, কমানো হয়েছে সোনা, রূপা এবং মোবাইলের দাম। বিশেষজ্ঞদের মতে শেয়ার বাজারকে চাঙ্গা করতে এধরণের পদক্ষেপ নিয়েছেন অর্থমন্ত্রী।

এবারের বাজেট নিয়ে সরব দেশের রাজনৈতিক মহল

বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের এবারের বাজেট নিয়ে সরব দেশের রাজনৈতিক মহল। মমতা থেকে মল্লিকার্জুন খাড়্গে, রাহুল গান্ধীরা এই বাজেটকে গদী বাঁচানোর বাজেট বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে শমীক ভট্টাচার্য থেকে জে পি নাড্ডারা এই বাজেটকে জনমূখী বলে আখ্যা দিয়েছেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থমন্ত্রীর পেশ করা বাজেটকে সময়োপযোগী, আদর্শ বাজেট বলে দাবি করেছেন।