Trinamool BJP clash : তৃণমূল বিজেপির হাতাহাতি
প্রতিদিনই বাড়ছে উত্তাপ। একদিকে প্রকৃতির উত্তাপ দিন দিন বাড়ছে। আর অন্যদিকে ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ। মঙ্গলবার ঝাড়গ্রামে তৃণমূল এবং বিজেপির মধ্যে তুমুল বাগবিতণ্ডা থেকে হাতাহাতি পরে তা আরও ভয়ংকর রূপ নেয়।বিজেপির গাড়িতে পাথর মারার ঘটনায় তৃনমূল বিজেপির মধ্যে ব্যপক উত্তেজনা ছড়ায়।

বিজেপি প্রার্থী প্রণত টুডুকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ
Trinamool BJP clash : ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণত টুডুকে ঘিরে তৃণমূলের বিক্ষোভের অভিযোগ ওঠে । পাল্টা বিজেপি প্রার্থীকেও তেড়ে যেতে দেখা যায় বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ । মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিনী এলাকায়।
তৃণমূল কংগ্রেসের পালটা অভিযোগ বিজেপি প্রার্থী এলাকায় উত্তেজনা ছড়াতে এ সমস্ত কাজ করছে।

বিজেপির বক্তব্য
বিজেপির বক্তব্য মঙ্গলবার সকাল থেকে
কাঠুয়া পাল এলাকায় দলীয় কর্মীর বাড়িতে গিয়ে প্রচার করছিলেন প্রার্থী প্রণত টুডু। প্রচারে যাওয়ার সময় প্রার্থীর পথ আটকানোর চেষ্টা করেন এলাকার মানুষ। এরপর তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কর্মীদের মধ্যে হাতা হাতির পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশের বক্তব্য
পুলিশের বক্তব্য বিনা পারমিশনে এলাকায় পোগ্রাম করছিলো বিজেপি। তখন ই এই উত্তেজনা ছড়ায়। পুলিশ গোটা বিষয় টা তদন্ত শুরু করেছে। রগড়া তৃণমূলের অঞ্চল সভাপতি পঞ্চানন দাস বলেন, ‘বিজেপির প্রার্থী নিজে এসে তৃণমূল কর্মী সমর্থকদের উপর লাটি নিয়ে তেড়ে আসেন। এরফলেই উত্তেজনার সূত্রপাত। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
