Trees smuggled illegally : বনদপ্তরের মদতে বেআইনি ভাবে কাটা হচ্ছে জঙ্গলের গাছ
বনদপ্তরের মদতে বেআইনি ভাবে কাটা হচ্ছে জঙ্গলের গাছ। আর সেই গাছ পাচার করা হচ্ছে রাতের অন্ধকারে। সোমবার সন্ধ্যায় কেশিয়াড়ির সাঁতরাপুর পঞ্চায়েতের কুলাসেনিতে এরকমই কাঠ বোঝাই একটি ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখালেন এলাকার সাধারণ মানুষ। কাঠ বোঝাই গাড়ির সঙ্গে বনদপ্তর-এর একটি গাড়িকেও আটকে রাখেন গ্রামবাসীরা। এমনকি ট্রাকটারে সঙ্গে ফরেস্ট লেখা একটি বাইকে দড়িও বেঁধে দেন গ্রামবাসীরা।

এলাকাবাসীর অভিযোগ
এলাকাবাসীর অভিযোগ, জঙ্গলে গাছ কাটা হচ্ছে বনদপ্তরের উদ্যোগে,তার মধ্যে বেশ কিছু গাছ রাতের অন্ধকারে পাচার করে বিক্রি করা হচ্ছে অবৈধভাবে । পুরো ঘঠনার সঙ্গে বনদপ্তর যুক্ত বলে দাবি গ্রামবাসীদের।কাঠ গাড়ি আটকে গ্রামবাসীদের এই বিক্ষোভের জেরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়।বন দফতর গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে মিটিয়ে নেওয়ার চেষ্টা করলেও গভীর রাত পর্যন্ত কোনো সমাধান সূত্র মেলেনি।

অনুষ্ঠানের জন্য আবেদনের ভিত্তিতে কাঠ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বনদপ্তর।
Trees smuggled illegally : জানা গিয়েছে কোনও একটি অনুষ্ঠানের জন্য আবেদনের ভিত্তিতে কাঠ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বনদপ্তর। ট্রাক্টর বোঝাই করে সেই কাঠ নিয়ে যাওয়ার সময় এমন গোলমাল বাঁধে।তবে গ্রামবাসীদের অভিযোগ জ্বালানি কাঠের সঙ্গে বেশ মোটা মোটা নাম্বারিং গাছের লগ গাড়ির মধ্যে রয়েছে,।তবে কি করে এই মোটা মোটা লগ তোলা হলো গাড়িতে বা কারা তুলল এবং বন দফতর কেন তদারকি করল না এনিয়ে উঠছে প্রশ্ন।

গ্রামবাসীদের অভিযোগ,
গ্রামবাসীদের অভিযোগ, প্রতি নিয়ত ট্রাকটারে করে রাতের অন্ধকারে কাঠ পাচার হচ্ছে। সেই গাছগুলি আদতে কী ডিপো যাচ্ছে? নাকি ডিপো যাওয়ার নাম করে চুরি যাচ্ছে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। যার জেরে উত্তেজনা ছড়ায়।
