
Train Accident : বেলাইন হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস।
ঝাড়খণ্ডের চক্রধরপুরে বেলাইন হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস। রাজাখারসওয়ান ও বরাবাম্বু রেল স্টেশনের মধ্যে দুর্ঘটনা। দুর্ঘটনায় ৫ থেকে ৬ জন আহত হয়েছেন বলে খবর। চক্রধরপুর থেকে রিলিফ ট্রেন রওনা দিয়েছে। এলাকায় পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে রেলের টিম। দুর্ঘটনায় মৃত ২, আহত ২০,

সূত্রের খবর,
Train Accident : ভোর পৌনে চারটে নাগাদ ঝাড়খণ্ডের সরাইকেলা-রাজাখারসওয়ান জেলায় বরাবাম্বু স্টেশনের কাছে হাওড়া থেকে মুম্বইগামী ট্রেনে দুর্ঘটনা ঘটে। রেল সূত্রে খবর, এর ৩-৪ মিনিট আগে উল্টোদিক থেকে আসা একটি মালগাড়ির চারটি বগি লাইনচ্যুত হয়। তার একটি বগি ছিটকে পাশে মুম্বই-হাওড়া মেলের লাইনে গিয়ে পড়ে। ওই বগির সঙ্গে ধাক্কা লেগেই লাইনচ্যুত হয় এক্সপ্রেস ট্রেনটি।

Train Accident : ১৮টি কামরা লাইনচ্যুত
দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে ১৮টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। প্রাথমিকভাবে স্থানীয়রাই উদ্ধারকাজে এগিয়ে আসে।ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা দ্রুত খতিয়ে দেখা হচ্ছে। ট্রেনের যাত্রীদের ওই ঘটনাস্থল থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার কাজও শুরু হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন চক্রধরপুরের ডিসিএম। তিনি পরিস্থিতি পর্যালোচনা করছেন। হাওড়া মুম্বইয়ে যাতায়াতের অন্যতম লাইন এটি। সেখানে এমন দুর্ঘটনায় যাত্রাপথ স্তব্ধ হয়ে রয়েছে।

উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত প্রসঙ্গ
Train Accident : কিছু দিন আগেই উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হয়েছিল চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস। এই ঘটনায়, মৃত্যু হয়েছে ২জনের। আহত হয়েছেন অন্তত ৩০ জন। রেল সূত্রে বক্তব্য, ট্রেন লাইনচ্যুত হওয়ার ঠিক আগে বিস্ফোরণের আওয়াজ শুনতে পান লোকো পাইলট।

ষড়যন্ত্র-তত্ত্ব উত্তরপ্রদেশের গোন্ডায়
ষড়যন্ত্র-তত্ত্বকে সামনে রেখেই উত্তরপ্রদেশের গোন্ডায় ট্রেন দুর্ঘটনার তদন্ত শুরু করল উত্তরপ্রদেশ ATS. এমনই খবর সূত্রের। উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস। ১০টি কামরা লাইনচ্যুত হয়ে মৃত্যু হয় তিনজনের। আহত হন ৩৩ জন। রেল সূত্রে দাবি করা হয়, ট্রেন লাইনচ্য়ুত হওয়ার ঠিক আগে বিস্ফোরণের আওয়াজ শুনতে পেয়েছিলেন লোকো পাইলট। একই অভিজ্ঞতার কথা জানান লাইনচ্যুত ট্রেনের একাধিক যাত্রী। সেইমতো ষড়যন্ত্রের সম্ভাবনাকে সামনে রেখেই তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ ATS.

উদ্বেগপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘ ‘ফের একটা ভয়াবহ রেল দুর্ঘটনা । ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনে কয়েকজনের মৃত্যু হয়েছে। প্রতি সপ্তাহে দুঃস্বপ্ন, এই মৃত্যুমিছিল চলছে রেল ট্র্যাকে, এই কি সরকার চলার নমুনা? কতদিন আমরা এসব সহ্য করব?’