TMC and BJP quarrel : তৃণমূলের প্রচার কর্মসূচি চলাকালীন বচসা
উচ্চ মাধ্যমিক পরীক্ষার মরসুমে উচ্চস্বরে মাইক বাজিয়ে রাজনৈতিক প্রচার করছে তৃণমূল।এই অভিযোগে তৃণমূলের মাইক প্রচারে বিজেপি বাধা দিতে আসায় নন্দীগ্রামের মহম্মদপুর বাজারে বচসায় জড়ালেন তৃণমূলের ব্লক সভাপতি ও বিজেপির মন্ডল সভাপতি।

১০০ দিনের কাজের টাকা দেবে রাজ্য সরকার।
TMC and BJP quarrel : উল্লেখ্য,সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন ১০০ দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার না মেটালে, ২১ লক্ষ শ্রমিকের টাকা দেবে রাজ্য সরকার।
রাজ্য সরকারের সেই ঘোষণা এলাকায় প্রচার করার জন্য নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহম্মদপুর বাজারে মাইকিং চলছিল।

প্রচারকে কেন্দ্র করে বচসা
প্রচারকে কেন্দ্র করে নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ এবং নন্দীগ্রাম বিজেপির মন্ডল ১ এর সভাপতি ধনঞ্জয় ঘোড়ার মধ্যে তুমুল বচসা বাঁধে।
এই বচসা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

বিজেপি কর্মীরা প্রচারে বাধা দেয়।
তৃণমূলের অভিযোগ প্রচার চলাকালীন বিজেপির মন্ডল সভাপতির নেতৃত্বে বিজেপি কর্মীরা প্রচারে বাধা দেয়।
অপরদিকে বিজেপির অভিযোগ উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখন চলছে এই সময় লাউড স্পিকার বাজিয়ে প্রচার চালাচ্ছে তৃণমূল। তারই প্রতিবাদ করা হয়েছে।
