The villagers caged the 1 mad monkey : উন্মত্ত বানর খাঁচাবন্দি
বন দফতর না পারলেও কেশিয়াড়ীর হাতিগেড়িয়া এলাকার উন্মত্ত বানরকে খাঁচাবন্দি করলেন গ্রামবাসীরা।বন দফতরের রেখে যাওয়া খাঁচায় শুক্রবার বানরটিকে বন্দি করতে সক্ষম হলেন গ্রামবাসীরা।

হাতিগেড়িয়া এলাকায় বানরের উৎপাত
The villagers caged the 1 mad monkey :উল্লেখ্য,হাতিগেড়িয়া এলাকায় কয়েকদিন ধরে একটি উন্মত্ত বানর উৎপাত শুরু করে বলে অভিযোগ । বানরের আক্রমণে ইতিমধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন বরে দাবি স্থানীয়দের। শুক্রবার অবশেষে গ্রামবাসীদের চেষ্টায় বানরটিকে খাঁচা বন্দি হয়েছে। ঘটনায় বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন এলাকার মানুষ।

বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ
গত দশ পনের দিন আগে হঠাৎই এক বানরের দেখা মেলে এলাকায়। পরে কয়েকজনকে আক্রমণ করে। তাদের চিকিৎসা করাতে হয়েছে।এলাকাবাসীর দাবি উন্মত্ত বানর ধরার জন্য বন দফতরে খবর দিলে দফতরের কর্মীরা গ্রামে এসেও শেষ পর্যন্ত খাঁচা বন্দি করতে পারেনি বানরটিকে। বন দফতর এলাকায় বানর ধরার খাঁচা রেখে দিয়ে এসেছিল। অবশেষে সেই খাঁচায় বানরটিকে বন্দি করতে পেরেছেন এলাকার মানুষ। তাদের অভিযোগ যে কাজ বন দফতরের করার কথা তা গ্রামের মানুষ করলেন। এ ক্ষেত্রে বন দফতরের তেমন কোনও ভূমিকা দেখতে পাওয়া যায়নি বলে অভিযোগ।

বন দফতরের গড়িমসি
বন দফতরের গড়িমসির কারনে কয়েকজন বানরটি দ্বারা আক্রান্ত হয়েছেন বলে দাবি এলাকাবাসীর ।তবে গ্রামবাসীদের খাঁচা বন্দি করা বানরটিকে দফতরের কর্মীরা এসে খাঁচা সমেত উদ্ধার করে নিয়ে গেছেন বলে খবর। জানা গিয়েছে ,বেলদা বন দফতরে রাখা হয়েছে বানরটিকে। পর্যবেক্ষণে রাখার পর প্রয়োজনীয় পদক্ষেপ করবে দফতর। বন দফতরের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে দফতরের এক আধিকারিক বলেন,” গ্রামবাসীদের সহযোগিতায় বানরটিকে ধরা গেছে।”
