Test missile launch in Junput : জুনপুটে পরীক্ষামূলক মিসাইল উৎক্ষেপণ
Test missile launch in Junput : জুনপুট মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র থেকে পরীক্ষামূলক ফ্লাইট উৎক্ষেপণের জন্য জুলাই মাসে দুই দফায় মোট ৬ দিন সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি হল।বার বার পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি হওয়ায় ক্ষুব্ধ মৎসজীবীরা।

বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন উপকূলীয় মৎস্যজীবীরা।
Test missile launch in Junput : দফায় দফায় সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা। বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন পূর্ব মেদিনীপুর উপকূলীয় মৎস্যজীবীরা। জানা গিয়েছে,পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলে পরীক্ষামূলক ফ্লাইট ট্রায়াল এর জন্য সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগামী ১৭ -১৯জুলাই এবং ২৪-২৬জুলাই।যার কারণে দিঘায় মৎসজীবীদের সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে!

Test missile launch in Junput : মিসাইল উৎক্ষেপণের ট্রায়াল চলবে ৬ দিন।
ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশানের (ডিআরডিও) পরীক্ষা রয়েছে। জুনপুট থেকে মিসাইল উৎক্ষেপণের ট্রায়াল চলবে ওই ৬ দিন। সে কারণেই সকাল ৯টা ৩০ থেকে বিকাল ৪টে ৩০ পর্যন্ত নিরাপত্তার কারণে মৎসজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করছে ডিআরডিও, মৎস দফতর। এই নিয়ে দ্বিতীয়বার মিসাইল উৎক্ষেপনের জন্য মৎসজীবীদের সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে সৈকত নগরীতে।


মিসাইল উৎক্ষেপন কেন্দ্র বাতিলের দাবিতে কাঁথি ১ বিডিওর কাছে ডেপুটেশন।
অভিযোগ,বারবার নিষেধাজ্ঞার জেরে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে মৎসজীবীদের।
বৃহস্পতিবার জুনপুট ভূমিরক্ষা কমিটির পক্ষ থেকে জুনপুটর মতো জনবহুল এলাকায় মিসাইল উৎক্ষেপন কেন্দ্র বাতিলের দাবিতে কাঁথি ১ বিডিওর কাছে ডেপুটেশনও দেওয়া হয়।পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকেও উৎক্ষেপন কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নামার কথা ঘোষণা করা হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে শোরগোল প্রশাসনিক মহলে
ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে প্রশাসনিক মহলে। মৎস্যজীবী সংগঠনের সাধারণ সম্পদক দেবাশিষ শ্যামলও এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলছেন, বারবার নিষেধাজ্ঞা জারি করে মারাত্মক ক্ষতির মুখে পড়ছেন মৎসজীবীরা। সে কারণেই আমরা আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছি। অন্যদিকে নিষেধাজ্ঞা বিষয়ক নোটিস যে ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে তা নিশ্চিত করে দিয়েছেন কাঁথি মৎস্য দফতরের সহ মৎস্য অধিকর্তা সুমন সাহা।