terrible fire in the stored oil godown : ভয়ঙ্কর আগুনে নিমেষে ভষ্মিভূত হল পুরো তেলের গোডাউন।
শুক্রবার দুপুরে গোপীবল্লভপুর ২ ব্লকের শিবানন্দপুরের একটি গাড়ি গ্যারেজের মজুত তেলের গোডাউনে ঘটল ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা। ভয়ঙ্কর আগুনে নিমেষে ভষ্মিভূত হল পুরো তেলের গোডাউন।

কিছু বুঝে উঠার আগেই দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন।
terrible fire in the stored oil godown : জানা গিয়েছে, শুক্রবার দুপুর নাগাদ হঠাৎ করে শিবানন্দপুর এলাকার ওই গাড়ি গ্যারেজের আগুন দেখতে পান স্থানীয়রা।তখন কিছু বুঝে উঠার আগেই দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন।কালো ধোঁয়ায় ভরে যায় পুরো আকাশ।

ঘটনাস্থলে পৌঁছায় বেলিয়াবেড়া থানার পুলিশ
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলিয়াবেড়া থানার পুলিশ।খবর দেওয়া হয় দমকলে।পরে দমকলের একটি ইঞ্জিন এসে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তেলের গোডাউন সম্পূর্ণ ভষ্মিভূত হয়েছে।তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি

আগুন লাগায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা।
তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ। অপরদিকে গাড়ি গ্যারেজের এই তেলের গোডাউনে আগুন লাগায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। তাদের অভিযোগ অবৈধ ভাবে তেল মজুত করার কারণে এরকম ভয়াবহ ঘটনা ঘটেছে।
