Terrible accident : ৩০ মিটার দূরে ফের দুটি প্রাইভেট গাড়ির পেছনে ধাক্কা

Terrible accident : কেশিয়াড়ী বেলদা রাস্তার মাঝখানে বুধবার রাত ১১ টা নাগাদ সিনেমার দৃশ্য সদৃশ দুর্ঘটনা ঘটে গেল! দুরন্ত গতিতে আসা একটি প্রাইভেট কার প্রথমে রাস্তার মাঝখানে থাকা একটি টোটোকে ধাক্কা মেরে প্রায় ৩০ মিটার দূরে ড্রেনের স্লাবে ধাক্কা মেরে ফের দুটি প্রাইভেট গাড়ির পেছনে ধাক্কা মেরে উল্টে গিয়ে দুর্ঘটনা কবলে পড়ল।
ভিডিও দেখতে ক্লিক করুন এই লিংকে https://fb.watch/rev1ZCqGEF/
এয়ার বেলুন কাজ করায় বরাত জোরে বাঁচলেন

দুর্ঘটনাকালীন গাড়ির এয়ার বেলুন কাজ করায় বরাত জোরে বাঁচলেন গাড়ির ভেতরে থাকা আরোহী।
ঘটনায় আহত হয়েছেন মোট তিনজন
স্থানীয় সুত্রে জানা গিয়েছে,ঘটনাটি ঘটেছে বুধবার রাত্রি ১১ টা নাগাদ, ঘটনায় আহত হয়েছেন মোট তিনজন, প্রত্যেকের কমবেশি চোট লেগেছে। তাদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর। জানা গিয়েছে,দুর্ঘটনায় আহতরা প্রত্যেকেই কেশিয়াড়ির বাসিন্দা।

ডান সাইড দিয়ে বেরিয়ে যাবার সময় টোটোকে সাইডে ধাক্কা মারে চার চাকার গাড়িটি।
Terrible accident : সিসিটিভি ফুটেজ দেখে বোঝা যাচ্ছে খয়েরী রঙের একটি প্রাইভেট গাড়ি খুব দ্রুত গতিতে কেশিয়াড়ির দিয়ে থেকে বেলদার দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে একটি ফল বোঝাই টোটো তার নির্দিষ্ট সাইড রেখেই কেশিয়াড়ির দিকে আসছিল। তখন প্রাইভেট গাড়ির সামনে একটি ডাম্পার লক্ষ্য করা গেছে।ডান সাইড দিয়ে বেরিয়ে যাবার সময় টোটোকে সাইডে ধাক্কা মারে চার চাকার গাড়িটি। এরপর প্রায় ৩০ মিটার দূরে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনের স্লাবে প্রথমে ধাক্কা লাগে তারপরে দুটি প্রাইভেট গাড়ির পেছনে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি ।

ভয়ানক শব্দ শুনে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা
ঘটনার সময় প্রাইভেট গাড়ির এয়ার বেলুন বাস্ট করলে চালক কোনক্রমে প্রাণে বেঁচে যান।তবে ঘটনার সময় ভয়ানক শব্দ শুনে আশেপাশে স্থানীয়রা বেরিয়ে এসে আহত তিনজনকে একটি নার্সিংহোমে নিয়ে এসে চিকিৎসা করেন।

রাতেই ঘটনাস্থলে কেশিয়াড়ি থানার পুলিশ
রাতেই ঘটনাস্থলে কেশিয়াড়ি থানার পুলিশ এসে ঘটনার খোঁজখবর শুরু করেন।তবে সিসি ফুটেজের ভয়াবহতা দেখে দুর্ঘটনার জন্য গাড়ি চালককে দায়ী করছেন স্থানীয়রা। জানা গিয়েছে,দুর্ঘটনায় আহতরা প্রত্যেকেই কেশিয়াড়ির বাসিন্দা।
