Swastha Sathi Card : স্বাস্থ্য সাথী কার্ড তৈরিতে দালাল চক্র
স্বাস্থ্য সাথী কার্ড তৈরিতে মালদা জেলার মানিকচকে দালাল চক্রের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য মানিকচক ব্লক প্রশাসনিক ভবনে।

৬০০ থেকে ৭০০ টাকার বিনিময়ে সাথে সাথে স্বাস্থ্য সাথী কার্ড
Swastha Sathi Card : উল্লেখ্য মানিকচক ব্লক কমিউনিটি হল অফিসে ব্লক প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্য সাথী কার্ড তৈরীর কাজ চলছিল বুধবার। অভিযোগ কিছু অসাধু মানুষজন ৬০০ থেকে ৭০০ টাকার বিনিময়ে সাথে সাথে স্বাস্থ্য সাথী কার্ড তৈরি করে দিচ্ছে। কারো যদি স্বাস্থ্য সাথী কার্ড না থাকে টাকা দিলেই তৈরি হয়ে যাচ্ছে এই কার্ড। এই কার্ড তৈরির সময় কোনরকম কোন ব্যক্তির সমস্যা থাকলেই সেই দালাল চক্র কার্ড তৈরি করতে আসা ব্যক্তি ও মানুষদের টাকা দেওয়ার দাবি করছে বলে অভিযোগ।

তদন্ত করে দেখবে মানিকচক ব্লক প্রশাসন।
এই বিষয়ে মানিকচক ব্লক প্রশাসনের দাবি,ঘটনার পিছনে কোন সরকারি কর্মীরা জড়িত নয় ।যদি বাইরে কোন দালাল চক্র কাজ করে তা তাদের জানা নেই। সেটি তদন্ত করে দেখবে মানিকচক ব্লক প্রশাসন।

জেলা পরিষদের জন স্বাস্থ্য ও কারিগরি দপ্তরের কর্মাধ্যক্ষ
অন্যদিকে এই বিষয়ে মালদা জেলা পরিষদের জন স্বাস্থ্য ও কারিগরি দপ্তরের কর্মাধ্যক্ষ কবিতা মন্ডল জানান, কোনভাবেই স্বাস্থ্য সাথী কার্ড তৈরীর ক্ষেত্রে দালাল চক্র চলতে দিব না। অনেক সময় সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে কিছু অসাধু মানুষজন এইসব কাজ করে থাকে। আমি ব্লক প্রশাসনকে বলবো বিষয়টি খতিয়ে দেখার জন্য।
