
Sudden Kalbaisakhi storm caused extensive damage : আচমকা কালবৈশাখী ঝড়
শুক্রবার সকালে আচমকা কালবৈশাখীর ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি দাঁতন ও বেলদা সংলগ্ন এলাকায়, ঝড়ের প্রভাবে কাঁথি ও বেলদা রাজ্য সড়কের উপর ভেঙ্গে পড়ল শতাধিক ছোট বড় গাছ, অবরুদ্ধ রাস্তায় বন্ধ যান চলাচল, শুক্রবার সকাল থেকে শুরু হয়েছিল প্রবল বৃষ্টি সাথে ঝড় সকাল ৮টা নাগাদ হঠাৎই তিন মিনিটের প্রবল ঝড়ো হাওয়ায় সব লন্ডভন্ড.

5 কিলোমিটার রাস্তায় প্রচুর গাছ পড়েছে,
কারো বাড়ির চাল উড়ে যায়, কারো বাড়ির উপর ভেঙ্গে পড়ে বিশাল গাছ, ঠাকুরচক থেকে খাকুরদার মাঝে 5 কিলোমিটার রাস্তায় প্রচুর গাছ পড়েছে, ফুটপাতে দোকানের উপরে গাছ পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় গাছ কেটে রাস্তা পরিষ্কার করতে এলাকার মানুষের সঙ্গে পুলিশকেও দেখা গিয়েছে, জেসিবি এনে সরানো হচ্ছে বড় বড় গাছের গুড়ি।

বাড়িতে বাজ পড়ে আগুন লেগ
Sudden Kalbaisakhi storm caused extensive damage : দাঁতনের বড়া এলাকায় একজনের বাড়িতে বাজ পড়ে আগুন লেগে যায়, পুরো বাড়িটি ভসিভূত হয়ে গেছে তার। আগাম সতর্কবার্তা না থাকায় আতঙ্কিত এলাকার মানুষ, ক্ষয়ক্ষতির হিসেব করছে ব্লক প্রশাসন। ঝড়ের ফলে গাছ পড়ে বহু এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে, দাঁতনেই ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি বলে সূত্রের খবর।
