successful in complex surgery : বিনামূল্যে ব্যয়বহুল চিকিৎসা পেয়ে খুশি রোগীর পরিবারের লোকজন।

successful in complex surgery : জটিল অস্ত্রপ্রচারে ফের নজরকাড়া সাফল্য পেল ঝাড়গ্রাম জেলার নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতাল। জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামীণ এলাকার এই হাসপাতালের চিকিৎসকদের প্রচেষ্টায় অস্ত্রপ্রচার করা হল ঝাড়গ্ৰাম জেলার সাঁকরাইল ব্লকের এক মধ্যবয়ষ্ক মহিলার গলার টিউমার। সরকারি হাসপাতালে বিনামূল্যে ব্যয়বহুল চিকিৎসা পেয়ে খুশি রোগীর পরিবারের লোকজন।
কয়েকদিন আগে শিবানী সিং তাঁর গলার একটি টিউমার নিয়ে বহির্বিভাগে চিকিৎসা করাতে আসেন

জানা গিয়েছে, কয়েকদিন আগে সাঁকরাইল ব্লকের শিবানী সিং নামে এক মহিলা নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা করাতে আসেন তাঁর গলার একটি টিউমার নিয়ে।পরে হাসপাতালের চিকিৎসকরা দেখেন মহিলার গলার টিউমারটি আসলে থাইরয়েড হরমোন জনিত সমস্যার কারণে হয়েছে। দীর্ঘদিন ধরে মহিলা এই টিউমার যন্ত্রনা নিয়ে ভুগছেন। চিকিৎসকরা বিচার করেন এখন প্রয়োজন অপারেশন এর মাধ্যমে সেই টিউমার বাদ দিতে হবে।তবে নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালের পরিকাঠামোর মধ্যে কতটা সম্ভব এই জটিল অপারেশন তা নিয়েই সংশয় ছিল চিকিৎসকদের।
টিউমারের কারণে মহিলার শ্বাস কষ্ট জনিত সমস্যা ছিল

successful in complex surgery : শেষ পর্যন্ত হাসপাতালের নাক কান গলার শল্য চিকিৎসা ডঃ সুপ্রিয় কাইতি ও এনাস্থিতিয়া বিভাগের চিকিৎসক ডঃ শুভঙ্কর সামন্ত অপারেশন করার জন্য সিদ্ধান্ত নেন। প্রথম থেকেই টিউমারের কারণে মহিলার শ্বাস কষ্ট জনিত সমস্যা ছিল। সবকিছু হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর স্বাস কষ্ট জনিত সমস্যার সমাধান হওয়ায় চিকিৎসকরা সাঁকরাইলের শিবানী সিং নামে ওই মহিলার গলার টিউমার সফল ভাবে অস্ত্রোপচার করতে সক্ষম হয়েছেন।
successful in complex surgery : অপারেশন এর পর বর্তমান সুস্থ রয়েছেন মহিলা

অপারেশন এর পর বর্তমান সুস্থ রয়েছেন মহিলা।স্থানীয় একটি হাসপাতালে দুর্মূল্য এই চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি শিবানী সিং এর পরিবার।খুশি নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা।