পরীক্ষার্থী বোঝাই গাড়ি দুর্ঘটনা
উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে গোপীবল্লভপুরে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ল পরীক্ষার্থী বোঝাই একটি মারুতি গাড়ি।ঘটনায় আশঙ্কাজনক গাড়ি চলক সমেত এক পরীক্ষার্থী, সঙ্গে আহত আরও কয়েকজন পরীক্ষার্থী।

students Car accident : ৯ নম্বর রাজ্য সড়কের উপর দুর্ঘটনা
জানা গিয়েছে, শুক্রবার উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের বাংলা পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে গোপীবল্লভপুর ২ ব্লকের বাহারুনা জঙ্গল এলাকায় ৯ নম্বর রাজ্য সড়কের উপর দুর্ঘটনার কবলে পড়ে জামবনি ব্লকের চিঁচড়া হাইস্কুলের পরীক্ষার্থী বোঝাই একটি মারুতি গাড়ি।

চিঁচড়া হাইস্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেন্টার
students Car accident : জামবনি ব্লকের চিঁচড়া হাইস্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেন্টার পড়েছে গোপীবল্লভপুর ২ ব্লকের তপসিয়া হাইস্কুলে। প্রথম দিনের পরীক্ষা শেষে চিঁচড়া হাইস্কুলের পরীক্ষার্থীদের একটি গাড়ি গোপীবল্লভপুর – ফেঁকো ৯ নম্বর রাজ্য সড়ক ধরে বাড়ি ফেরার সময় গোপীবল্লভপুর ২ ব্লকের বাহারুনা জঙ্গলে ছাত্রছাত্রীদের গাড়িটিকে মুখোমুখি ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা অপর একটি চারচাকর গাড়ি।ঘটনায় গুরুতর জখম হন পরীক্ষার্থীদের বেশ কয়েকজন এবং তাদের গাড়ির চালক ।

স্থানীয়রা সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার
স্থানীয়রা সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে তপসিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে পরীক্ষার্থীদের গাড়ি চালক ও এক পরীক্ষার্থীকে রেফার করা হয় ঝাড়গ্ৰাম মেডিকেল কলেজ হাসপাতালে। মর্মান্তিক এই ঘটনার পর এলাকায় যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়।

বাহারুনা এলাকায় ৯ নম্বর রাজ্য সড়ক অবরোধ
তবে ঘটনার প্রতিবাদে বাহারুনা এলাকায় ৯ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান চিঁচড়া হাইস্কুলের ছাত্রছাত্রী ও স্থানীয় মানুষজন। অভিযোগ ঘাতক গাড়ির চালক মদ্যপ অবস্থায় থাকার কারণে এরকম দুর্ঘটনা ঘটেছে এবং গাড়িতে মদ ছিল বলেও অভিযোগ। পাশাপাশি পরীক্ষার্থীরা অভিযোগ করেন ঘটনার পর পুলিশ ছাত্রছাত্রীদের উদ্ধার করার বদলে প্রথম মদ্যপ গাড়ি চালককে উদ্ধার করেছে।তবে শেষ পর্যন্ত বেলিয়াবেড়া থানার পুলিশের আশ্বাসে দীর্ঘক্ষণ পর উঠে অবরোধ। স্বাভাবিক হয় গোপীবল্লভপুর ফেঁকো রাস্তার যান চলাচল।
