Stolen items recovered from house in Kharagpur : খড়গপুর স্টেশন থেকে দুইজনকে গ্রেফতার করলো জিআরপি

Stolen items recovered from house in Kharagpur : খড়গপুর স্টেশন থেকে দুইজনকে গ্রেফতার করলো জিআরপি তাদের কাছ থেকে উদ্ধার হল সোনার বিস্কুট থেকে টাকা, ডলার, দিনার ও রুপো জিনিসপত্র যার আনুমানিক মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা। বৃহস্পতিবার ভুবনেশ্বর হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস যখন খড়গপুর স্টেশনে ৭ নম্বর প্লাটফর্মে পৌঁছায় তখন জিআরপির স্পেশাল ড্রাইভ চলছিল, সেই সময় এই দুজনকে দেখেই সন্দেহ হয় পুলিশের, তারপরেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ও তল্লাশি চালিয়ে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করে জিআরপি। ধৃত দুজনের নাম Roshan kumar mondal, ও উদয় কুমার ঠাকুর

kharagpur : তেলেঙ্গানা প্রাক্তন ডেপুটি চিফ মিনিস্টারের বাড়িতে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার হল খড়্গপুরে
জানা গেছে তেলেঙ্গানার কংগ্রেসের প্রাক্তন ডেপুটি চিপ মিনিস্টার mallu Bhatti vikrama কোন কারনে বিদেশে গেছেন, বাড়িতে রেখে গিয়েছিলেন কাজের ছেলে রওশন কুমার মন্ডল কে। রওশন কুমার মন্ডল বিহারের বাসিন্দা , রওশন ফোন করে ডাকে তার এক বন্ধু উদয় কুমার ঠাকুরকে, দুজনের বাড়ি বিহারে, দুজনে মিলে ডেপুটি চিফ মিনিস্টার বাড়িতে না থাকায় তার বাড়ি থেকে চুরি করেছে প্রচুর পরিমাণে টাকা,সোনা, বিদেশি,কারেন্সি রুপোর জিনিসপত্র, সেগুলোই নিয়ে আসার সময় জিআরপির হাতে ধরা পড়ে।

ইতিমধ্যেই খড়গপুর থেকে তেলঙ্গানা পুলিশকে খবর দেওয়া হয়েছে

kharagpur : ইতিমধ্যেই খড়গপুর থেকে তেলঙ্গানা পুলিশকে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এসআরপি দেবশ্রী সান্যাল তিনি জানিয়েছেন কদিন আগে ডেপুটি চিফ মিনিস্টারের বাড়িতে চুরি হয়েছিল। আর সেই চুরির তদন্ত চলছিল আজ আমরা যখন আমাদের স্টেশনের অভিযান চালাচ্ছিলাম তখন এই দুজনকে দেখেই সন্দেহ হয় তখনই পুলিশ অভিযান চালিয়েই দুজনকে গ্রেফতার করে তাদের কাছ থেকে এই জিনিসপত্র গুলি উদ্ধার হয়েছে। শুক্রবার এই দুই অভিযুক্তকে আমরা কোর্টে তুলব।