stolen in Gopivallabhpur : গোপীবল্লভপুরের বুকে ঘটল দুঃসাহসী চুরি
stolen in Gopivallabhpur : বৃহস্পতিবার ভোর রাতে গোপীবল্লভপুরের বুকে ঘটল দুঃসাহসী চুরির ঘটনা।দুটি স্কুল এবং একটি লাইব্রেরীর একাধিক আলমারি ভেঙ্গে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়ে চম্পট দিল চোর। ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আসতেই ত্রস্ত গোপীবল্লভপুরবাসী।

সিসিটিভি ফুটেজ থেকে দেখা
stolen in Gopivallabhpur : বৃহস্পতিবার ভোর রাতে গোপীবল্লভপুরের নয়াবসান জনকল্যাণ বিদ্যাপীঠ,নয়াবসান জনকল্যাণ বালিকা বিদ্যালয়’ এবং ব্যোম নীলিমা সারস্বত মন্দির পাঠাগারে এই চুরির ঘটনা ঘটে।নয়াবসান জনকল্যাণ বালিকা বিদ্যালয়’এর সিসিটিভি ফুটেজ থেকে দেখা যাচ্ছে একজন মাত্র যুবক এরকম ঘটনা ঘটিয়েছে।ভোর ৪ টা ৪৫ মিনিট নাগাদ স্কুলের অফিস রুমে ঢোকে এক যুবক। টর্চ হাতে নিয়ে একের পর এক আলমারির তালা ভেঙ্গে হাতড়ে বেড়ায়।চুরি করে স্কুলের নগদ টাকা।

stolen in Gopivallabhpur : একই ঘটনা ঘটায় ওই যুবক
জানা গিয়েছে এর প্রায় কিছুক্ষণ আগেই পাশের নয়াবসান জনকল্যাণ বিদ্যাপীঠ এর একই ঘটনা ঘটায় ওই যুবক। পাশাপাশি সকালে জানা যায় ব্যোম নীলিমা সারস্বত পাঠাগারেও চুরির ঘটনা ঘটেছে। স্বাভাবিক ভাবেই একই রাতে গোপীবল্লভপুর বাজার লাগোয়া তিনটি সরকারি প্রতিষ্ঠানে চুরির ঘটনায় ত্রস্ত গোপীবল্লভপুরবাসী।

প্রশ্ন উঠছে বাজারের নিরাপত্তা নিয়ে।
প্রশ্ন উঠছে বাজারের নিরাপত্তা নিয়ে। এবিষয়ে নয়াবসান জনকল্যাণ বিদ্যাপীঠ এর পরিচালন সমিতির সভাপতি এবং ব্যোম নীলিমা সারস্বত মন্দির গ্রামীণ পাঠাগারের সম্পাদক সত্যরঞ্জন বারিক জানান তিনটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুরির অভিযোগ দায়ের হবে থানায়।

প্রতিটি প্রতিষ্ঠান খতিয়ে দেখছে।
পুলিশ যাতে দ্রুত দোষী ব্যক্তিকে চিহ্নিত করে ধরতে পারে। পাশাপাশি চুরির বিষয়ে সত্যরঞ্জন বাবু বলেন প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা নগদ চুরি হয়েছে।তবে কাগজপত্র কী চুরি হয়েছে কিনা তার প্রতিটি প্রতিষ্ঠান খতিয়ে দেখছে।
