
caught stealing petrol pump oil : বোতলে ২০০ টাকার পেট্রোল ভরতেই হাতেনাতে ধরা পড়লো পেট্রোল কারচুপি
সরাসরি গাড়ির ট্যাঙ্কে না নিয়ে আলাদা বোতলে ২০০ টাকার পেট্রোল ভরতেই সামনে আসল পেট্রোল পাম্প এর কারচুপির ঘটনা,গ্রাহকদের কাছ থেকে ন্যায্য টাকা নিয়ে দেওয়া হচ্ছে অর্ধেক এর একটু বেশি তেল! ঘটনা জানাজানি হতেই বেলদার একমাত্র পেট্রোল পাম্পে চড়াও হয় উত্তেজিত জনতা।

MSGN মুর্তি নামে হিন্দুস্থান পেট্রোল পাম্পে পরিমাণের চেয়ে কম পেট্রোল দেওয়ার অভিযোগ
caught stealing petrol pump oil : পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদা তে MSGN মুর্তি নামে হিন্দুস্থান পেট্রোল পাম্পে পরিমাণের চেয়ে কম পেট্রোল দেওয়ার অভিযোগ তুলে পেট্রোল পাম্পে বিক্ষোভ দেখালো ক্রেতারা। জানা গিয়েছে,এক ব্যক্তি গত বুধবার বাইকে পেট্রোল ভরে নিয়ে গিয়েছিল, সেই পেট্রোল পরিমাণে কম রয়েছে সন্দেহ হওয়ায় পরের দিন

ঘটনা কে ঘিরে বিক্ষোভ সৃষ্টি হয় পেট্রোল পাম্প চত্বরে।
বৃহস্পতিবার বিকেলে দুটি বোতল নিয়ে আসেন পেট্রোল ভর্তি করতে । আর তাতেই বেরিয়ে এলো আসল ঘটনা। ২০০ টাকার পেট্রোল ভরার পরেও পরিমাণের চেয়ে অনেকটাই কম পেট্রোল দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলা হয়। ঘটনা কে ঘিরে বিক্ষোভ সৃষ্টি হয় পেট্রোল পাম্প চত্বরে। উত্তেজিত জনতা পাম্পের মালিকের সঙ্গে দেখা করতে চাইলে কোনোভাবে মালিক এসে উপস্থিত হয়ননি।

ঘটনাস্থলে আসে বেলদা থানার পুলিশ।
caught stealing petrol pump oil : ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলদা থানার পুলিশ। পুলিশের সামনে ক্রেতারা ক্ষোভে ফেটে পড়েন। তারা দাবি করেন দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে পরিমাণের চেয়ে কম পেট্রোল দিয়ে। তারা আরো বলে এর আগেও এই পেট্রোল পাম্প এই করে বন্ধ হয়েছিল, অধিক লাভের আশায় মানুষকে ঠকিয়ে চলেছে দিনের পর দিন। এরপর পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুজন পেট্রোল পাম্পের কর্মচারীকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যায়।।

গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।
এখন প্রশ্ন উঠছে বেলদা শহরে একটাই পেট্রোল পাম্প। তাতেও যদি এই ধরনের অভিযোগ ওঠে তাহলে মানুষকে কতটা হয়রানি হতে হবে। গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। এ বিষয়ে পেট্রোল পাম্পের এক কর্মীর সঙ্গে কথা বলতে গেলে তিনি বিষয়টিকে এড়িয়ে গিয়ে কোন উত্তর দিতে চাননি। তবে এত ঝামেলার পরেও মালিক পাম্প চত্বরে উপস্থিত হয়নি।
