CAA নিয়ে মিথ্যে প্রচার
spreading lies about CAA : ‘সিএএ নিয়ে মিথ্যে প্রচার করছে একটি পার্টি। এদের মিথ্যে লগ্নে জন্ম এবং দূর্নীতি এদের রাশি। সিএএ নাগরিকত্ত দেওয়ার জন্য, কেড়ে নেওয়ার জন্য নয়। বিজেপি এলে একটাই ভালো হবে ।আপনারা সকলে নাগরিকত্ব পাবেন।

যদি মিথ্যা কথা বলি তাহলে আপনারা থুতু পেলবেন ,আমি তা চাটবো।’
যদি মিথ্যা কথা বলি তাহলে আপনারা থুতু পেলবেন ,আমি তা চাটবো।‘ মহিষাদল ব্লকের বেতকুন্ডু অঞ্চলের গঙ্গামোড়ে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে নির্বাচনে সভায় যোগ দিয়ে এভাবেই সিএএ নিয়ে মিথ্যা অপপ্রচার করার অভিযোগ করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।

spreading lies about CAA : মিঠুন চক্রবর্তী দাবি করেন
এদিন মিঠুন দাবি করেন সিএএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়। নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইন। পাশাপাশি রাজ্যের বকেয়া একশো দিনের কাজের টাকা নিয়ে বলেন, এই টাকা বিজেপির টাকা নয় আমার আপনার ট্যাক্সের টাকা।

spreading lies about CAA : বাথরুমের টাকাও মেরে দিচ্ছে
ক্যাগ বলে একটি সংস্থা আছে যারা দেশের বিভিন্ন রাজ্যের হিসাব দেখেন। তারাই এই রাজ্যের হিসাবে সন্তুষ্ট নয়। তারাই বলে দিয়েছে এই রাজ্যকে টাকা দেওয়া যাবে না। এতে বিজেপির কি সম্পর্ক। উনাকে বলুন একদিন প্রেসমিট করে হিসাব দিতে। তারপর যদি না মেলে আমি ওদের সাথে হাঁটবো। এরা বাথরুমের টাকাও মেরে দিচ্ছে।

অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে নির্বাচনী সভায় যোগ
মহিষাদলের বেতকুন্ডু অঞ্চলের দাঙ্গামোড়ে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে নির্বাচনী সভায় যোগ দেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।এছাড়াও উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি তথা হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল সহ অন্যান্যরা।।
