
smuggle bulls : ষাঁড় পাচার
smuggle bulls : ছয় চাকার আইচার গাড়িতে পাচার হচ্ছিল ষাঁড়! জাতীয় সড়কে তল্লাশি চালিয়ে হাতেনাতে পাঁচ পাচারকারীকে ধরল নারায়নগড় থানার পুলিশ, সঙ্গে উদ্ধার সাতটি ষাঁড়।

পুলিশের পেট্রোলিং ভ্যান লরিটিকে আটকায় ।
জানা গিয়েছে , বুধবার একটি আইচার ছয় চাকা লরিতে জাতীয় সড়ক হয়ে কলকাতা দিকে পাচার হচ্ছিল সাতটি ষাঁড়।সন্দেহ হওয়ায় নারায়ণগড় থানার বাঁশগাড়িয়া এলাকায় ১৬ নং জাতীয় সড়কের উপর পুলিশের পেট্রোলিং ভ্যান লরিটিকে আটকায় । লরিটিতে তল্লাশি চালিয়ে দেখা যায় বেশ কয়েকটি ষাঁড় বাঁধা অবস্থায় রয়েছে। সেগুলি বিভিন্ন এলাকা থেকে তুলে গাড়িতে পাচার হচ্ছিল বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান।

সাউথ ২৪ পরগনা এলাকার বাসিন্দা ।
গরু পাচারকারীরা সকলেই কলকাতা সাউথ ২৪ পরগনা এলাকার বাসিন্দা । ঘটনায় আরো জানা গিয়েছে এই পাচার চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গরু নিয়ে প্রচার করছিল। এমনকি পাশের রাজ্য উড়িষ্যা থেকেও গরু এবং ষাঁড় পাচার চলছিল । তবে পাচার চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত তা জানার জন্য ধৃতদের জিজ্ঞাসা বাদ করছে নারায়নগড় থানার পুলিশ। ধৃতদের বিচারের জন্য খড়গপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।
