SBSTC BUS DEPOT : বেলদায় দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি ডিপোর উদ্বোধন

SBSTC BUS DEPOT : বুধবার নারায়ণগড় ব্লকের বেলদায় দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি ডিপোর উদ্বোধন হয়। হাওড়ার সাঁতরাগাছি বাস টার্মিনাস থেকে ভার্চুয়াল মোডে অন্যান্য বহু প্রকল্পের সাথে বেলদার দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস ডিপোর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ার পাশাপাশি এদিন বেলদায়ও নারায়ণগড় ব্লক প্রশাসনের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাস ডিপো উদ্বোধনে উপস্থিত বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকরা

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভা ক্ষেত্রের বিধায়ক সূর্যকান্ত অট্ট, পশ্চিম মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলাশাসক সাধারণ সন্দীপ টুডু, এস বি এস টি সি’র শুভাশিস চট্টোপাধ্যায়, খড়্গপুরের ডি এম ডি সি অলোক পুরোহিত,নারায়ণগড়ের বিডিও কৌশিক প্রামাণিক, পঞ্চায়েত সমিতির সভাপতি উষা ঘোড়াই, সহকারী সভাপতি মিহির চন্দ প্রমূখ।
অনুষ্ঠানে এসে নিজের অসন্তোষ ব্যক্ত করলেন শাসকদলের বিধায়ক সূর্যকান্ত অট্ট।

এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সূর্যকান্ত অট্ট বলেন, ‘এই বাস টার্মিনাস আমরা চাই নি। আমরা চেয়েছিলাম একটি কেন্দ্রীয় বাস স্ট্যান্ড। সেটা হয়নি, আগামী ২০২৬ এর মধ্যে যাতে সেই বাসস্ট্যান্ড হয় তার উদ্যোগ অবশ্যই আমি গ্রহণ করব।
বিধায়কের বক্তব্যে অসন্তোষের আঁচ
বিধায়কের বক্তব্যে অসন্তোষের আঁচ পেয়ে মঞ্চে উপস্থিত অতিরিক্ত জেলাশাসক সন্দীপ টুডু মাইক হাতে না নিয়েই উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আগামী দিনে মাননীয় বিধায়ক যে উন্নয়নের কথা বলেছেন সে বিষয়ে আমরাও আমাদের ভূমিকা পালন করব’।

এদিন অতিরিক্ত জেলাশাসক এবং বিধায়ক একই সঙ্গে একটি ফলকের আবরণ উন্মোচন করেন। এদিনের ঘটনায় এলাকায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে।