Residents of Nandigram deprived of drinking water facility : পানীয় জলের সমস্যা সমাধানের উদ্যোগ নেয়নি বিজেপি
Residents of Nandigram deprived of drinking water facility : তীব্র তাপপ্রবাহের মধ্যে পানীয় জলের সুবিধা থেকে দীর্ঘদিন বঞ্চিত নন্দীগ্রামের এক নম্বর বাবুখাঁন বাড়েরর বাসিন্দারা, তৃণমূল প্রভাবিত এলাকা হওয়ায় পানীয় জলের সমস্যা সমাধানের উদ্যোগ নেয়নি বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত, এমনই অভিযোগ স্থানীয় মানুষজনের।।

Residents of Nandigram deprived of drinking water facility : শুভেন্দু অধিকারীর বিধানসভা নন্দীগ্রাম
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা নন্দীগ্রাম বিধানসভা। সেই বিধানসভা এলাকায় দীর্ঘদিন পানীয় জল থেকে বঞ্চিত ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের এক নম্বর বাবুখাঁন বাড়ির বাসিন্দারা।। বাসিন্দাদের অভিযোগ তিন থেকে চার মাস সাবমারসেবিলটি খারাপ হয়ে পড়ে আছে। ঘটনার কথা দীর্ঘদিন পঞ্চায়েত অফিসে মাস-পিটিশন আকারে জানানো সত্বেও কোনভাবে তার সদুত্তর পাওয়া যাচ্ছে না।।

বাসিন্দারা তৃণমূল কংগ্রেসের সমর্থক হওয়ার জন্য
Residents of Nandigram deprived of drinking water facility : বাসিন্দাদের অভিযোগ বর্তমান সময়ে তারা তৃণমূল কংগ্রেসের সমর্থক হওয়ার জন্য এই বুথে বিজেপি পরিচালিত পঞ্চায়েত থেকে সারিয়ে দেওয়া হচ্ছে না।। পঞ্চায়েত সমিতি বা বিডিও অফিসে অভিযোগ জানানো হয়েছে। তবুও বিডিও অফিস থেকে কোনভাবে ছাড়ানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে আজ বাধ্য হয় এলাকার মহিলারা কলসি ,বালতি, মগ নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় ।তাদের অভিযোগ অবিলম্বে সাবমারসেবিল পাম্পটি যদি সারানো না হয় তারা বৃহত্তর আন্দোলনে যাবে।।

তিনটি পাম্প খারাপ হয়ে আছে
এলাকার পঞ্চায়েত সদস্য আমিরুল ইসলামের দাবি এই এলাকায় তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে বিজেপি পরিচালিত পঞ্চায়েত থেকে সারিয়ে দেওয়া হচ্ছে না।শুধু একটি নয় এই বুথে তিনটি পাম্প খারাপ হয়ে আছে পঞ্চায়েত থেকে সারানোর কোন উদ্যোগ নিচ্ছে না।।।।

ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিমা মন্ডল এর দাবি
তবে ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিমা মন্ডল এর দাবি, ওই গ্রামের গ্রাম সদস্য এখনো পঞ্চায়েতে এসে কোনভাবে এলাকার অভাব অভিযোগ পঞ্চায়েতে জানাননি। গত পরশু হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রধানকে বিষয়টি জানান। জানার সঙ্গে সঙ্গে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।। প্রধান প্রতিমা মন্ডল আরও জানান,ওই গ্রামের কোন সমস্যার কথা আজও লিখিত আকারে পঞ্চায়েত অফিসে দেয়নি । ওই এলাকার মানুষজন তথা গ্রাম মেম্বার অভিযোগ করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।।
