recovered 2 young women hanging bodies : দুই যুবতীর দেহ উদ্ধার হওয়ায় ঘটনা নিয়ে রহস্য
recovered 2 young women hanging bodies : চন্দ্রকোনার জঙ্গল থেকে দুই যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। একসঙ্গে ওই দুই যুবতীর দেহ উদ্ধার হওয়ায় ঘটনা নিয়ে রহস্য দানা বেঁধেছে। চন্দ্রকোনায় বাড়ি এক মৃতের পরিবার ও স্থানীয়দের প্রাথমিক অনুমান, দুই যুবতীকে কেউ মেরে টাঙিয়ে দিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে চন্দ্রকোনা থানার পুলিশ।

জঙ্গল থেকে দুই যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার
এদিন সাতসকালে পশ্চিম মেদিনীপুর জেলায় চন্দ্রকোনার একটি জঙ্গল থেকে দুই যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। চুড়িদারের একটি ওড়নায় দুই জনকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন স্থানীয় মানুষজন। মৃতদেহে চারপাশে ছড়িয়ে ছিল মোবাইল ভাঙার টুকরো। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এই দুই যুবতীর মধ্যে একজন চন্দ্রকোনা থানা এলাকার বাসিন্দা ও অপরজন গোঘাট থানা এলাকার বাসিন্দা। চন্দ্রকোনা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

দু’জনে মহিলা হওয়া সত্ত্বেও একে অপরকে ‘বিয়ে’ করে
recovered 2 young women hanging bodies : চন্দ্রকোনায় বাড়ি ওই যুবতীর দিদি জানান, তাঁদের এক বোনের বিয়ে হয়েছে গোঘাট থানা এলাকায়। সেই সূত্রে তাঁর এই বোনের গোঘাটে যাতায়াত ছিল। সেখানকার এক যুবতীর সঙ্গে তাঁর পরিচয় গড়ে ওঠে। সেখান থেকেই তাঁদের ঘনিষ্ঠতা। গোঘাটের ওই যুবতী একাধিকবার তাঁদের বাড়িতে এসেছেন বলে চন্দ্রকোনার যুবতীর পরিবারের দাবি। দু’জনে মহিলা হওয়া সত্ত্বেও একে অপরকে ‘বিয়ে’ করে নেন। আর এই বিষয়টি মেনে নেয়নি তাঁদের পরিবার, এমনই দাবি ওই আত্মীয়ের। এমনকী তাঁর বোন আত্মহত্যা করেননি, তাঁকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি।
গোটা ঘটনা তদন্ত সাপেক্ষ বিষয়, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কোনো বিষয়ে নিশ্চিত হতে চাইছে না পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর
জানা গিয়েছে মৃত যুবতীর নাম সুমি মুর্মু,বয়স ২৫ বছর এবং রচনা মান্ডি,বয়স ২৩ বছর)।পুলিশ ও স্থানীয় সূত্রে খবর,চন্দ্রকোনা থানার রামগড়ের বাসিন্দা সুমি মুর্মু ও অপর একজন রচনা মান্ডির বাড়ি গোঘাট থানার কুমারদিঘিতে।এই দুই যুবতীকে এদিন সকালে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয় মানুষজনেরা।পরে চন্দ্রকোনা থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।তবে ঘটনাকে ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়।

recovered 2 young women hanging bodies : মৃত সুমি মুর্মুর দিদি লক্মী হেমব্রমের দাবি,
।চন্দ্রকোনার রামগড়ের বাসিন্দা মৃত সুমি মুর্মুর দিদি লক্মী হেমব্রমের দাবি,তাদের এক বোনের বিয়ে হয়েছে গোঘাট থানার কুমারদিঘি এলাকায়।মৃত সুমির কুমারদিঘিতে বোনের বাড়ি যাতায়াত ছিল আর সেই সূত্রে আলাপ হয় অপর মৃত যুবতী রচনা মান্ডির সাথে। এখান থেকেই সুমি ও রচনার ঘনিষ্ঠতা বাড়ে।রচনা মান্ডিকে একাধিক বার চন্দ্রকোনায় সুমির বাড়িতে আসতে দেখেছে তার পরিবারের সদস্যরা এমনটাই জানান তারা।

মৃত সুমির দিদি লক্মী হেমব্রমের দাবি
মৃত সুমির দিদি লক্মী হেমব্রমের দাবি,তার বোন ও রচনা মান্ডি দু’জনে মহিলা হওয়া সত্বেও বিয়ে করে নেয়।আর এই বিষয়টি তাদের উভয় পরিবারই মেনে নেয়নি বলে দাবি । স্বাভাবিক ভাবেই দুই সমকামী যুবতীর রহস্য মৃত্যু ঘিরে যথেষ্ট ধোঁয়াশায় পুলিশ এবং পরিবার।ঘটনার তদন্তে নেমেছে চন্দ্রকোনা থানার পুলিশ।

২০২২ সালে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনা
২০২২ সালে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) ভগবানপুরে (Bhagabanpur)। স্থানীয় শ্মশানে একটি বাবলা গাছ থেকে পাওয়া যায় এক মহিলা ও এক যুবকের ঝুলন্ত দেহ। একই শাড়ির দুই প্রান্তে ঝুলছিল দু’টি দেহ।

স্থানীয় সূত্রে খবর,
recovered 2 young women hanging bodies : স্থানীয় সূত্রে খবর, স্কুল জীবন থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু মহিলার পরিবারের লোকজন এই সম্পর্ক মানতে রাজি হননি। তাঁর অন্যত্র বিয়ে হয়ে যায়। কিন্তু বিয়ের পরেও পুরনো প্রেমিকের সঙ্গে যোগাযোগ ছিল মৃতার। বাপের বাড়ি ও শ্বশুরবাড়ির লোকজন এই সম্পর্ক মানতে রাজি ছিলেন না। এরপর নিখোঁজ ছিলেন এই মহিলা। পরে প্রেমিকের সঙ্গেই তাঁর মৃতদেহ উদ্ধার হয়।

recovered 2 young women hanging bodies : পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনার ধামকুড়িয়া জঙ্গল থেকে রহস্যজনকভাবে উদ্ধার হল দুই যুবতীর ঝুলন্ত মৃতদেহ,ঘটনা খুন না জোড়া আত্মহত্যা? ঘনিয়েছে ধোঁয়াশা। মৃত যুবতীর নাম সুমি মুর্মু,বয়স ২৫ বছর এবং রচনা মান্ডি,বয়স ২৩ বছর)।