Protest against police attacks : বিজেপি কর্মীদের গাড়ি আটকানোর অভিযোগ
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপর পুলিশি আক্রমণের প্রতিবাদে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় কেশিয়াড়ীর বিজেপি কর্মীদের গাড়ি আটকানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে।

কেলেঘাইতে আটকে দেয় পুলিশ
Protest against police attacks : অভিযোগ এদিন কেশিয়াড়ি থেকে কয়েকটি গাড়িতে করে মেদিনীপুর যাওয়ার পথে কেলেঘাইতে আটকে দেয় পুলিশ। অভিযোগ পুলিশ দাঁড়িয়ে থেকে গাড়ি থেকে নামিয়ে দেয় তাদের। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির নেতা কর্মীরা।

বিজেপির অভিযোগ
বিজেপির অভিযোগ, কর্মসূচিতে যোগ দিতে না দেওয়ার জন্য পুলিশ এমন কাজ করেছে। তবে ঘন্টাখানেক পর তাদের ছেড়ে দেওয়া হয়।তবে বিজেপির অভিযোগ নিয়ে পুলিশের দাবি, এলাকায় নাকা চলছিল। তাই কিছু সময় আটকানো হয়েছিল।

Table of Contents
302800cookie-checkProtest against police attacks : পুলিশি আক্রমণের প্রতিবাদ, 1 car stop