Police raids : সার্চ ওয়ারেন্ট ছাড়াই পুলিশি অভিযান
Police raids : কোন সার্চ ওয়ারেন্ট ছাড়াই বিজেপি বিধায়কের কার্যালয়ে পুলিশি অভিযানের অভিযোগ, ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হল পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর ।

News 09-04-2024
আসামির সন্ধানে বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির কার্যালয়ে পুলিশ
সোমবার রাত সাড়ে আটটা নাগাদ কোন সার্চ ওয়ারেন্ট ছাড়াই ভূপতিনগর থানার পুলিশ আধিকারিক অমিত পাঠক এক আসামির সন্ধানে ভগবানপুরের বিজেপির বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির বিধায়ক কার্যালয়ে ঢুকে পড়েন বলে বিধায়কের অভিযোগ।

অমিত পাঠক ও বিধায়ক পরস্পরের সঙ্গে বসচা
ঘটনাকে কেন্দ্র করে পুলিশ আধিকারিক অমিত পাঠক ও বিধায়ক পরস্পরের সঙ্গে বসচায় জড়িয়ে পড়েন। এরফলে চরম উত্তেজনার সৃষ্টি হয়। থানা পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির ভিডিও বিবৃতি
ঘটনার পর বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি এক ভিডিও বিবৃতিতে জানান, তৃণমূলের পুলিশ সার্চ ওয়ারেন্ট ছাড়াই তাঁর বিধায়ক কার্যালয়ে ঢুকে পড়ে ও বাকবিতন্ডা করে। বিষয়টি নিয়ে উকিলের মাধ্যমে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক।
