police catch and beat the public : যেই পুলিশ ধরল তিনি সাসপেন্ড হয়ে গেলেন
‘ যতক্ষণ না চোর ধরা পড়ে ততক্ষণ সে নেতা থাকে ভালো লোক। মুখ্যমন্ত্রী ও তখন সার্টিফিকেট দেন,যেই পুলিশ ধরল তিনি সাসপেন্ড হয়ে গেলেন। চোরেদেরকে কাধে তুলে রাখবে চোর ধরা পড়ে গেলে সাসপেন্ড করে দেবে। যখন পুলিশ ধরবে পাবলিক পেটাবে তখন সবকটাকে সাসপেন্ড করবে পার্টি।’ শুক্রবার সকালে দাঁতনে চা চক্রে যোগ দিতে এসে সন্দেশখালির শেখ শাহজাহান সম্পর্কে এরকমই মন্তব্য করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

চিফ জাস্টিসের মন্তব্য প্রসঙ্গে : দিলীপ ঘোষ
police catch and beat the public : আইনি জটিলতা নিয়ে চিফ জাস্টিসের মন্তব্য প্রসঙ্গে বলেন, টিএমসি অনেক মিথ্যা কথা বলেছে অনেক বাহানা দিয়েছে যাতে ওকে বাঁচানো যায়। মিডিয়ার চাপ মানুষের চাপ বিজেপির চাপ তাকে বাঁচাতে পারিনি।মুখ রক্ষার জন্য ভালো করে স্তোক বাক্য দিয়ে অ্যারেস্ট করেছে।
পুলিশের জামিনের বিরোধিতা নিয়ে বলেন, সবাই জানে কোথায় আছে কি করছে। সন্দেশখালীর মহিলারা বলছেন ধরে দেব অথচ পুলিশ দেখতে পাচ্ছিল না।

সন্দেশখালি মহিলাদের অকাল হোলি
police catch and beat the public : সন্দেশখালি মহিলাদের অকাল হোলি করে পালন প্রসঙ্গে বলেন, শাহজাহানের অত্যাচার বহু বছর ধরে চলছিল কাউকে ছাড়েনি, সব রকম ভাবে লোককে লুট করেছে বঞ্চিত করেছে। মানুষ খুশি হয়েছে তাকে অ্যারেস্ট করাতে। ৫৫ দিন ধরে আন্দোলন করেছে মহিলারা ওখানে।ওর চেলা চামুন্ডা সবকটাকে অ্যারেস্ট করতে হবে। তাঁদের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে কারণ এরা গরিব মানুষের সম্পত্তি লুট করেছে।

কৌস্তুভ বাগচীর যোগদান প্রসঙ্গ
কৌস্তুভ বাগচীর যোগদান প্রসঙ্গে বলেন, উৎসাহিত হয়ে যদি বিজেপির সঙ্গে কাজ করেন তাকে আমরা জায়গা দেব।

সাংবাদিকদের বাড়িতে তল্লাশি অভিযান প্রসঙ্গ
police catch and beat the public : সাংবাদিকদের বাড়িতে তল্লাশি অভিযান প্রসঙ্গে বলেন, শাহজাহানের ঘটনা নিয়ে মিডিয়া এত একটিভ হয়েছে আরও সমস্ত তথ্য বেরিয়ে আসছে। যারা মুখ খুলতো না, তাদের কথাকে সামনে পৌঁছে দিচ্ছে এতে টিএমসি ভয় পাচ্ছে। মিডিয়াকে ভয় দেখাবার চেষ্টা করছে। মিডিয়াও বুঝে গেছে, যা চলছে পশ্চিমবাংলায় এটা যদি তারা মানুষকে না দেখায় তাহলে তাদের মানুষ ক্ষমা করবে না।

চাষীদের সঙ্গে কথা বলে জনসংযোগ
এদিন সকালে সাংসদ দিলীপ ঘোষ দাঁতনে সব্জি ও মাছ মার্কেটে জনসংযোগ করেন। এবং দোকানদার এবং চাষীদের সঙ্গে কথা বলে জনসংযোগ সারেন। পাশাপশি একটি মন্দিরে পূজো দেন এবং দেওয়াল লেখন করেন
