
plane crash : গুজরাটের আমেদাবাদে ২৪২ জন যাত্রীকে নিয়ে ভেঙে পড়লো বিমান
আমেদাবাদ, ১২ জুন, ২০২৫: এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায়(plane crash) কেঁপে উঠলো গুজরাটের আমেদাবাদ। আজ দুপুর ১টা ১০ মিনিটে আমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই এআই ১৭১ নম্বরের একটি বিমান লোকালয়ের মধ্যে ভেঙে পড়ে। বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন, যার মধ্যে ২৩০ জন যাত্রী, ১০ জন ক্রু সদস্য এবং ২ জন পাইলট। দুর্ঘটনার পর বিমানটিতে ভয়াবহ আগুন ধরে যায়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়
ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দমকলের অন্তত সাতটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে হাত লাগায় এবং প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে, বিমানের ধ্বংসাবশেষ এবং আগুনের তীব্রতা দেখে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশের অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে
দেশের অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে এবং জানিয়েছে যে, বিমানটিতে থাকা ২৪২ জন আরোহীর মধ্যে ২৩০ জন যাত্রী ছিলেন। বাকি ১২ জনের মধ্যে ১০ জন ছিলেন ক্রু সদস্য এবং ২ জন পাইলট। বিমানের দুই পাইলটের নাম ক্যাপ্টেন সুমিত সবরওয়াল এবং ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দর। তাদের অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
বিমানটি ওড়ার খুব অল্প সময়ের মধ্যেই ভেঙে পড়ে
স্থানীয় সূত্রে খবর, বিমানটি ওড়ার খুব অল্প সময়ের মধ্যেই ভেঙে পড়ে(plane crash)। এর ফলে বিমানটি বেশি উচ্চতায় পৌঁছাতে পারেনি। দুর্ঘটনার সময় বিমানটি সম্ভবত নিচু দিয়ে উড়ছিল, যা লোকালয়ের মধ্যে ভেঙে পড়ার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারে। বিমানের ধ্বংসাবশেষ এবং পুড়ে যাওয়া অংশগুলি এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত। অনেকে বিমানের ভেঙে পড়ার (plane crash) শব্দ শুনে এবং ধোঁয়ার কুণ্ডলী দেখে আতঙ্কিত হয়ে পড়েন।
মেডিকেল কলেজের ইউজি হোস্টেলের মেসে আছড়ে পড়েছে বিমানটি
দুপুরের খাবার খাওয়ার সময়। হস্টেলে চলছিল সেই তোড়জোর। ধীরে ধীরে লাঞ্চ টেবিলে জমায়েত বাড়ছিল এমবিবিএস পড়ুয়াদের। কিন্তু মুহূর্তেই সব অন্ধকার। বিকট বিস্ফোরণ বিল্ডিংয়ে, চোখের সামনে যেন ভেঙে পড়ল সব। কিছু ভাবারই আর অবকাশ পায়নি কেউ। আমদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমানটি তখন আছড়ে পড়েছে মেঘানী নগরের বিজে মেডিকেল কলেজের ইউজি হোস্টেলের মেসে।

ভয়ঙ্কর সেই মুহূর্তের ছবি দেখা গিয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে বিল্ডিংয়ের কোথাও আছড়ে পড়েছে বিমানের অংশ, কোথাও দেওয়াল ভেদ করে এসে পড়েচে চাকার অংশ, লাঞ্চ রুমে ভেঙে পড়েছে বিমানের বেশ কিছু অংশ। চতুর্দিক যেন ছারখার। যেখানে রান্না হয় সেখানেও ভয়াবহ দৃশ্য। একাধিক ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর আশঙ্কা রয়েছে। সূত্রের খবর, সিভিল হোস্টেলে বসবাসকারী প্রায় ১৫ জন জুনিয়র ডাক্তার আহত হয়েছেন।
ওই হস্টেলের মেসে থাকা এক ডাক্তারি পড়ুয়ার মা বলেছেন, ‘আমার ছেলে এই মেসেই থাকে। সেই সময় ওদের ওখানে লাঞ্চ ব্রেক চলছিল। সবাই খাওয়া দাওয়া করছিল। সেই সময় বিমানটি ভেঙে পড়ে। আমার ছেলে কোনওক্রমে হস্টেলের দোতলার জানলা দিয়ে নিচে লাফ দেয়। ও আহত হয়েছে। তবে প্রাণে বেঁচে গিয়েছে। এখন আমদাবাদের সিভিল হাসপাতালে ভর্তি রয়েছে।’
দুর্ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে
বর্তমানে ঘটনাস্থলে জোর কদমে উদ্ধারকাজ চলছে। পুলিশ, দমকল বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। দুর্ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে এবং সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আমেদাবাদ বিমানবন্দর থেকে বিমানের উড়ান এবং অবতরণেও সাময়িকভাবে প্রভাব পড়েছে বলে জানা গেছে।
একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে ডিজিসিএ
ডিজিসিএ এই ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। প্রাথমিকভাবে, দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে, যান্ত্রিক ত্রুটি, পাইলটের ত্রুটি অথবা প্রতিকূল আবহাওয়া- এই সকল দিক খতিয়ে দেখা হবে বলে ডিজিসিএ সূত্রে খবর। নিহত এবং আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। উদ্ধার অভিযান শেষ হলে এবং তদন্তের ফলাফল প্রকাশ্যে এলে দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।