শট্পাটে অংশ নিয়ে অলিম্পিক জয়
Paris Olympics : আসন্ন প্যারিস অলিম্পিকে এবার অংশ নিতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত গ্রামের মেয়ে আভা খাটুয়া। শট্পাটে অংশ নিয়ে অলিম্পিক জয় করাই তার লক্ষ্য। তবে বাংলার হয়ে নয়, মহারাষ্ট্রের হয়ে খেলবেন আভা।

Paris Olympics : কৃষক পরিবারের মেয়ে আভা খাটুয়া
নারায়ণগড় ব্লকের খুড়শীর কৃষক পরিবারের মেয়ে আভা খাটুয়া প্রথম থেকেই খেলাধুলায় বিশেষ আগ্রহী। স্থানীয় গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেন।

পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সাফল্য অর্জন
পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অসামান্য সাফল্য অর্জন করেন। আভা খাটুয়া বেলদা কলেজ থেকে স্নাতক হন। বছর তিনেক আগে মহারাষ্ট্রের একটি চাকরিতে যোগ দিয়ে বাংলা ছাড়েন। আপাতত তিনি মহারাষ্ট্রের কাস্টমসে কাজ করেন। কাস্টমস বিভাগই আভা খাটুয়াকে খেলা চালিয়ে যাওয়ার সুযোগ দেয়।

গ্রামের বাড়ি থেকে মহারাষ্ট্রের উদ্দেশ্যে রওনা
শনিবার আভা খাটুয়া খুড়শির গ্রামের বাড়ি থেকে মহারাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেন। এরপর তিনি যাবেন প্যারিসে। অলিম্পিকে ভারতবর্ষের মুখ উজ্জ্বল করার স্বপ্ন তাঁর চোখে। তবে তাঁর আফসোস ভারতবর্ষ থেকে প্যারিস পাড়ি দেওয়ার সুযোগ পেলেও বাংলার কেউ এখনো পর্যন্ত যোগাযোগ করেন নি। বিধায়ক থেকে মুখ্যমন্ত্রী কোন শুভেচ্ছাও জানাননি। তাঁর ইচ্ছা বাংলার সরকার যদি তাঁকে কাজের এবং অনুশীলনের সুযোগ দিত তাহলে তিনি বাংলা থেকেই প্যারিস অলিম্পিকে লড়াই করতে পারতেন।
