Mamata’s hawai chatti was torn on the stage : সেফটিপিন দিয়ে মঞ্চের মধ্যেই নিজেই সারালেন
Mamata’s hawai chatti was torn on the stage : মঞ্চে বক্তব্য প্রায় শেষ। এবার শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। মুখ্যমন্ত্রীর প্রতিটা জনসভার শেষে যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী লক্ষ্য করেন তার ডান পায়ের হাওয়াই চটি ছিঁড়ে গিয়েছে। বিষয়টি নজরে আসার পরেই নতুন জুতোর জন্য তোড়জো শুরু করে সকলেই। কিন্তু তাতে তো অনেকটা সময় লেগে যাবে। তিনি যে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, তাতে কি, তিনিও একজন সাধারন মানুষের মতন জীবন যাপন করেন তা আরো একবার স্বচক্ষেই দেখল বাংলার মানুষ।

সেই হাওয়াই চটি পরেই সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন।
Mamata’s hawai chatti was torn on the stage : মঞ্চের মধ্যেই সেফটিপিন নিয়ে নিজের হাওয়াই চটি সারাই করতে শুরু করেন। তারপর সেই হাওয়াই চটি পরেই সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সেফটিপিন লাগানো হাওয়াই চটি পরে রওনা দেয় অন্য একটি জনসভায় যোগ দেওয়ার জন্য। ঘটনাটি শুক্রবার দুপুরে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বিধানসভার অন্তর্গত গজাশিমুল এলাকার। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কালীপদ সরেনের সমর্থনে এদিন জনসভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata’s hawai chatti was torn on the stage : সিপিএম কেও কটাক্ষ
জনসভাতে তিনি জঙ্গলমহল তথা ঝাড়গ্রামের জন্য কি কি করেছেন সমস্ত বিষয় তুলে ধরেন। তার পাশাপাশি বিজেপি কিভাবে বাংলার প্রতি বঞ্চনা করছে তাও তিনি তুলে ধরেন জনসভা থেকে। সিপিএম কেও কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী ।

আমি জুতোতে সেফটিপিন লাগিয়ে নিচ্ছি।
হাওয়াই চটি ছেঁড়া দেখে মুখ্যমন্ত্রী নিজেই বলেন, “ইন্দ্রনীল তুমি সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করো। আমি জুতোতে সেফটিপিন লাগিয়ে নিচ্ছি। আসলে ওর দোষ কিছু নেই। জুতোর যা আয়ু তার থেকে বেশি হেঁটে ফেলেছি”। এরপর তাঁকে মঞ্চতেই দেখা যায় নিজের জুতো খুলে সেফটিপিন লাগিয়ে নিতে। মঞ্চের মাঝেই চেয়ারে বসে জুতো ঠিক করে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন তিনি। এদিনের সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা।

উপস্থিত ছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা।
এদিনের সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। তিনি বলেন, “হঠাৎ করেই দেখলাম, উনার চটি ছিঁড়ে গিয়েছে। তারপর উনি নিজেই সেফটিপিন দিয়ে সেটা সেলাই করে নিলেন। আমরা গর্বিত, যে ওঁর মতো মানুষের সৈনিক হতে পেরেছি। আমি অনেক মন্ত্রী, নেতাদের দেখেছি, আমাদের মুখ্যমন্ত্রীর মতো মানুষ আর হয় না”।

রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রবিন টুডু
রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রবিন টুডু বলেন,”বহু প্রচলিত, সমালোচিত,আলোচিত চটি। সেই দিদির পায়ের হাওয়ায় চটিতে সত্যিই আজ আমরা গর্বিত। অন্যান্য রাজনৈতিক দলের গ্রাসরুট লেভেল এর নেতাদের আমরা দেখেছি হাইফাই ভাবে ঘুরে বেড়াই। আজ সেই হাওয়াই চটি পড়ে দিদি মঞ্চে মিটিং করলেন। আর যখন সেই হাওয়াই চটি ছিঁড়ে গেল তখন তিনি নিজেই নিজের মতো করে সারাই করলেন। আর সেই চটি পড়েই তিনি এখান থেকে রওনা দিলেন অন্য সভায় যোগ দেওয়ার জন্য।

আমরা সত্যিই গর্বিত মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন মানুষের আমরা সৈনিক যার জন্য আমরা কাজ করছি। আমরা আমাদের বাড়ির সাধারণ মা-বোনেদের যেরকম দেখেছি আজ সত্যিই আমাদের নেত্রীকে আমরা সেই ভাবেই দেখলাম। সত্যিই তিনি প্রকৃতপক্ষে একজন সাধারণ মানুষ”।
