Mamata Banerjee inspects the flood situation : এটা পূর্ব পরিকল্পিত এটা পরিকল্পিত বন্যা।
‘এটা পূর্ব পরিকল্পিত এটা পরিকল্পিত বন্যা।এটা বৃষ্টির জলের বন্যা নয়। এটা ম্যান মেড প্ল্যান।’ পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে এসে এভাবে ডিভিসি এবং কেন্দ্র সরকারকে বিঁধলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেন।
Mamata Banerjee inspects the flood situation : বুধবার মুখ্যমন্ত্রী পাঁশকুড়ার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেন। প্রশাসনিক আধিকারিকদের প্রয়োজনীয় ত্রাণ বিতরণের নির্দেশ দেন।তবে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে একের পর এক ভাষায় ডিভিডি কতৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।

ড্রেজিং না করার জন্য এরকম পরিস্থিতি
অভিযোগ করেন ,ডিভিসির জল ধারণ ক্ষমতা ৩৬ শতাংশে গিয়ে পৌঁছেছে। ড্রেজিং না করার জন্য এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। পাশাপাশি অভিযোগ করেন, একবার জল ছাড়ার পর মঙ্গলবার রাতে আবার জল ছেড়েছে ডিভিসি।তাই মুখ্যমন্ত্রী বলেন,’এটা পূর্ব পরিকল্পিত এটা পরিকল্পিত বন্যা।’
