Mamata Banerjee anger against central government : জুন মালিয়ার সমর্থনে নির্বাচনী জনসভা মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া দপ্তরের লাল সতর্কতা জারি ছিল পশ্চিম মেদিনীপুর জেলায়। তারই মাঝে তপ্ত দুপুরে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জুন মালিয়ার সমর্থনে নির্বাচনী জনসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার দাঁতনে ল্যান্ড করে নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পরে।

Mamata Banerjee anger against central government : প্রচন্ড গরমে এক কর্মী অসুস্থ হয়ে পড়েন।
চন্ড গরমের কারনে সভাস্থলেই এক তৃণমূল কংগ্রেসের কর্মী অসুস্থ হয়ে পড়েন। সভাস্থলে থাকা কর্মীরাই তাঁকে উদ্ধার করেন। এছাড়া সভাস্থলের বাইরেও একজন অসুস্থ হয়ে পড়েন।

দুপুর ১টা ৪০ মিনিটে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁতনে পৌঁছান।
Mamata Banerjee anger against central government : দুপুর ১টা ৪০ মিনিটে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁতনে পৌঁছান। সভাস্থলের কাছেই তৈরি হয়েছিল অস্থায়ী হেলিপ্যাড। ১৬ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন ঘোলাইমোড় গ্রাউন্ডে নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে একযোগে তিনি নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। ৩৩ মিনিটের বক্তব্যে তিনি বিজেপিকে তীব্র আক্রমণ করেন। পাশাপাশি তিনি প্রচন্ড গরম থেকে বাঁচার জন্য কর্মীদের উপযুক্ত পরামর্শও দেন।

তিন মাস ধরে নির্বাচন করা নিয়ে প্রশ্ন
মমতা বন্দ্যোপাধ্যায় তিন মাস ধরে নির্বাচন করা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যান্য রাজ্যে এক দফা বা দু’দফায় নির্বাচন সম্পন্ন হলেও এ রাজ্যে সাত দফায় নির্বাচন করা হচ্ছে। একই সঙ্গে ঠিক কত কেন্দ্রীয় বাহিনী এ রাজ্যে আসছে সেই তথ্য নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন। তাঁর কথায় বাংলা দখলের চেষ্টায় মরিয়া বিজেপি সরকার। বিজেপির উদ্দেশ্যে তাঁর প্রশ্ন ‘গতবারের এমপিকে অন্যত্র সরিয়ে দিলেন কেন? আরেকবার দাঁড় করাতে পারতেন।

শুভেন্দু অধিকারীর নাম না নিয়েই তাঁকে গদ্দার বলে অভিহিত
এদিনের নির্বাচনী জনসভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম না নিয়েই তাঁকে গদ্দার বলে অভিহিত করেন। তিনি সম্প্রতি কলকাতা উচ্চ আদলতের রায়ে ২৬ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাওয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

উপস্থিত 5 বিধায়ক
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ডা মানস রঞ্জন ভুঁইয়া, ইন্দ্রনীল সেন, ৫ বিধায়ক দীনেন রায়, বিক্রমচন্দ্র প্রধান, সূর্যকান্ত অট্ট,পরেশ মুর্মু এবং তরুন মাইতি, তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা, রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রদ্যোত ঘোষ, রাজ্যযুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ, রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা কল্পনা শীট, জেলা এক্সুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্মাল্য চক্রবর্তী, ব্লক তৃণমূলের সভাপতি প্রতুল দাস, ইফতিকার আলি, মাণিক মাইতি, সুকুমার জানা প্রমূখ।

মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী ভাইবোনেদের সঙ্গে নাচে গানে তাল মেলান
সভার শেষে মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী ভাইবোনেদের সঙ্গে নাচে গানে তস্ল মেলান।
নির্বাচনী প্রচার সভার শেষে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জুন মালিয়া বলেন তাঁর জয়ের তিনি নিশ্চিত। এখন শুধু সময়ের অপেক্ষা।
