Table of Contents
Madhyamik pariksha 2024: জঙ্গলমহল জুড়ে নিয়মিত দলমার হাতিদের সদর্প উপস্থিতি বর্তমান। তার মধ্যেই শুক্রবার থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। হাতির এহেন আতঙ্কের মধ্যে জীবনের প্রথম বড় পরীক্ষায় পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিল বন দফতর ও বাস মালিকদের সংগঠন।হাতির তান্ডব রয়েছে এমন সমস্ত এলাকা গুলিতে টহল দেওয়া এবং বিভিন্ন গ্রাম থেকে পরীক্ষার্থীদের গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া ও পরীক্ষা শেষে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করল বন দফতর। জেলার ঝাড়গ্ৰাম,বেলপাহাড়ী,নয়াগ্ৰাম সহ বিভিন্ন ব্লকে ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল বন দফতর। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার দিনগুলোতে কোন প্রকার ভাড়া ছাড়া যাতায়াতের ব্যবস্থা করল জেলা বাস ওনার্স অ্যাসোসিয়েশন ।

Madhyamik pariksha 2024 : ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের জন্য পরীক্ষার দিনগুলোতে কোন প্রকার বাস ভাড়া নেবেনা সংগঠনের বাসগুলো
জানা গিয়েছে,এবছর জেলায় মোট মাধ্যমিক পরীক্ষার্থী ১২৯৭৫ জন। ছাত্রী -৬৯৩৩, ছাত্র -৬০৪২, পরীক্ষা গ্রহণের জন্য টোটাল ভেনু-৩৮, মেন ভেনু-১৫, সাবভেনু-২৩। বাসওনার্স অ্যাসোসিয়েশন ও এবার পরীক্ষার্থী দের পাশে থাকার লক্ষ্যে তাদের আসা যাওয়া নিখরচার ব্যাবস্থা করেছেন।
বাইট এবিষয়ে বাস মালিকদের সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের জন্য পরীক্ষার দিনগুলোতে কোন প্রকার বাস ভাড়া নেবেনা সংগঠনের বাসগুলো। পাশাপাশি বন দফতরের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের সুবিধার্থে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
পরীক্ষার্থীদের জন্য নেওয়া হচ্ছে একাধিক সুরক্ষা ব্যবস্থা
উল্লেখ্য,গত বছর জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের মহারাজঘাট এলাকায় হাতির হানায় মৃত্যু হয় এক মাধ্যমিক পরীক্ষার্থীর। ঘটনার পর দুঃখপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনার এবার যাতে পুনরাবৃত্তি না ঘটে, পরীক্ষার্থীদের জন্য নেওয়া হচ্ছে একাধিক সুরক্ষা ব্যবস্থা।জেলার জঙ্গলের নিকটবর্তী এলাকায় হাতির হানা থেকে পরীক্ষার্থীদের সুরক্ষা প্রদানে নেওয়া হল একাধিক ব্যবস্থা। হাতি প্রবণ এলাকা গুলিতে মাধ্যমিক পরীক্ষার্থীদের সুরক্ষার কথা ভেবে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার ভিত্তিতে যাতায়াতের জন্য গাড়ি সহ প্রয়োজনীয় সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’ বন দফতরের পক্ষ থেকে পরীক্ষা শুরু ও শেষের এক ঘণ্টা আগেই হাতির অবস্থান জানিয়ে দেওয়া হবে। এছাড়াও ওই এলাকার সমস্ত জঙ্গলে ‘শর্ট কার্ট’ রাস্তায় যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।