Loksova Election : ফের রাজনীতির ময়দানে উজ্জ্বল দত্ত
Loksova Election : দীর্ঘ এক বছরের রহস্য, ধোঁয়াশা, স্বেচ্ছা অন্তর্বাস কাটিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশের চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই রাজনীতির ময়দানে নামলেন ঝাড়গ্ৰাম জেলা তৃণমূলের প্রাক্তন সাধারণ সম্পাদক তথা রাজ্যের রাজনৈতিক পালাবদলে নয়াগ্ৰামের কান্ডারী উজ্বল দত্ত।

Loksova Election : দলের পতাকা বিতরণ কর্মসূচিতে উজ্জ্বল দত্ত।
Loksova Election : শুক্রবার দলের নয়াগ্ৰাম ব্লক যুব তৃণমূলের সভাপতি রাসবিহারী মাহাত সহ একাধিক কর্মী সমর্থককে নিয়ে নয়াগ্ৰাম ব্লকের বালিগেড়িয়া এলাকায় দলের পতাকা বিতরণ ও জনসংযোগ কর্মসূচি শুরু করলেন উজ্জ্বল দত্ত। এদিনের কর্মসূচি থেকে বাড়ি বাড়ি গিয়ে তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের কথা।
সংবাদমাধ্যমের মুখোমুখি উজ্জ্বল দত্ত
দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশ পেয়েছি।এখন আমাদের লক্ষ্য ঝাড়গ্ৰাম লোকসভার প্রার্থী কালিপদ সরেনকে বিপুল ভোটে জেতানো।তাই সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে নামতে হবে।ভুলতে হবে সমস্ত মান অভিমান।

অভিমান ভুলে রাজনীতির ময়দানে নামার আবেদন কর্মীদের।
পাশাপাশি উজ্বল বাবু জানান,আমরা চেষ্টা করবো যে সমস্ত কর্মী মান অভিমানে বসে রয়েছেন তাদের রাজনীতির মাঠে নামানো।কে কাকে ডাকল তার জন্য মান অভিমান করে বসে থাকলে চলবে না।

নয়াগ্ৰাম ব্লকে উজ্জ্বল দত্ত এর যথেষ্ট অবদান
উল্লেখ্য,রাজ্যের রাজনৈতিক পালাবদলের সময় নয়াগ্ৰাম ব্লকে উজ্জ্বল দত্ত এর যথেষ্ট অবদান ছিল।নয়াগ্ৰাম ব্লক তৃণমূল সভাপতির দায়িত্ব দীর্ঘদিন সামলেছেন।পরে ঝাড়গ্ৰাম জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ থাকার পাশাপাশি জেলার গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন।পরে দলের তেমন দায়িত্ব না পেয়ে অভিমানে অন্তরালে চলে গিয়েছিলেন নয়াগ্ৰামের এই দাপুটে নেতা।

উজ্জ্বল দত্তকে রাজনৈতির ময়দানে নামার নির্দেশ দেন অভিষেক বন্দোপাধ্যায়ে।
শেষমেষ গত বৃহস্পতিবার ঝাড়গ্ৰামে অভিষেক বন্দোপাধ্যায় ভোট কৌশল তৈরির বিশেষ বৈঠক করতে এলে সরাসরি অভিষেক বন্দোপাধ্যায়ের অফিস থেকে ডাক পান উজ্জ্বল দত্ত। সর্বভারতীয় সভাপতি ঝাড়গ্ৰাম জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু ও উজ্জ্বল দত্তকে সঙ্গে নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেন । সেখান থেকে উজ্জ্বল দত্তকে রাজনৈতির ময়দানে নামার নির্দেশ দেন অভিষেক বন্দোপাধ্যায়ে।নির্দেশ পাওয়ার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ফের রাজনৈতির ময়দানে নামলেন উজ্জ্বল দত্ত।