মহিলা দিব্যি হাঁটছেন, ঘুরে বেড়াচ্ছেন, সরকারি লক্ষ্মীর ভান্ডার পোর্টালে তিনি মৃত।
Living Woman, Govt Lakshmi Bhandar Portal She Is Dead : ঘটনা ঠিক যেন হিন্দি সিনেমা “কাগজ” এর চিত্রনাট্য কেও হার মানাবে, অনেকেই নিশ্চয়ই জানেন পংকজ ত্রিপাঠী কিভাবে তার কাগজ-কলমে মৃত হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ছিলেন, প্রচুর সংগ্রাম করতে হয়েছে তাকে জীবিত প্রমাণের জন্য, পশ্চিম মেদিনীপুরের দাতনেও দেখা গেল এমনই এক জলজ্যান্ত উদাহরণ। মহিলা দিব্যি হাঁটছেন, ঘুরে বেড়াচ্ছেন, কদিন আগে লোকসভা নির্বাচনে ভোটও দিয়েছেন।’ এটা আমার আপনার চোখে দেখা হলেও সরকারি লক্ষ্মীর ভান্ডার পোর্টালে তিনি মৃত। যার কারণে গত এপ্রিল মাস থেকে বন্ধ হয়ে গিয়েছে মহিলার লক্ষীর ভান্ডারের ভাতা। এখন নিজেকে জীবিত প্রমাণ করতে গত তিন মাস ধরে মহিলা হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন অফিসের দরজায়। ঘটনাটি ঘটেছে দাঁতন ১ ব্লকের জ্যোতি গ্রামের বাসিন্দা শোভা বেরার সঙ্গে।

Living Woman, Govt Lakshmi Bhandar Portal She Is Dead : গত এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত
জানা গিয়েছে,শোভা দেবী অন্যান্য আর পাঁচজন মহিলার মতো এতদিন রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেয়ে আসছিলেন। অভিযোগ ,গত এপ্রিল মাস থেকে সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত দাঁতন ১ ব্লকের তররুই গ্রাম পঞ্চায়েতের জ্যোতি গ্রামের বাসিন্দা শোভা বেরা । তাঁর একাউন্টে আর টাকা ঢুকছে না। খোঁজ নিয়ে তিনি জানতে পারেন সরকারি পোর্টালে তিনি নাকি মৃত। সরকারি পোর্টাল বলছে মারা গিয়েছেন শোভা বেরা। সেই কারণেই বন্ধ তাঁর লক্ষ্মীর ভান্ডারের ভাতা।

নিজেকে জীবিত প্রমাণ করতে বিভিন্ন দপ্তরে ছুটে বেড়াচ্ছেন
এরপর থেকে বিগত তিন মাস ধরে বারবার নিজেকে জীবিত প্রমাণ করতে গ্রাম পঞ্চায়েত অফিস থেকে ব্লক অফিস বিভিন্ন দপ্তরে ছুটে বেড়াচ্ছেন শোভা বেরা। শুক্রবার একইভাবে নিজের স্বামীকে সাথে নিয়ে আসেন দাঁতন ব্লক অফিসে। সমস্ত প্রমাণপত্র ফের জমা দেন ব্লকের জয়েন্ট বিডিওর কাছে। এদিন কাঁদতে কাঁদতে শোভা বেরা বলেন আমি জলজ্যান্ত লোকটি আছি, এবারে ভোটও দিয়েছি। তার পরেও কেন আমাকে মৃত বলা হচ্ছে?

জয়েন্ট বিডিও অরবিন্দ পাল বলেন
তবে বিষয়টি নিয়ে দাঁতন ১ ব্লকের জয়েন্ট বিডিও অরবিন্দ পাল বলেন ,বিষয়টি নিয়ে আমার কাছে এসেছিলেন ওই গৃহবধূ। আমি খোঁজ নিয়ে দেখছি কি কারনে এই এরকম ঘটনা ঘটেছে। আশা করছি দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে।
