Legal Awareness Camp : শ্যামা স্মৃতি বিদ্যাপিঠে হল আইনি সচেতনতা শিবির।
স্কুল পড়ুয়াদের মধ্যে বাল্য বিবাহের ভয়াবহতা,নারী পাচার ও শিশু শ্রম এর মতো বেআইনি কার্যকলাপ বিষয়ে সচেতন করতে গোপীবল্লভপুর ১ ব্লকের বাকড়া শ্যামা স্মৃতি বিদ্যাপিঠে হল আইনি সচেতনতা শিবির। শুক্রবার ঝাড়গ্ৰাম জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের সেক্রেটারি সুক্তী সরকার, গোপীবল্লভপুর ১ ব্লকের বিডিও শ্যামসুন্দর মিশ্র,বাকড়া শ্যামা স্মৃতি বিদ্যাপিঠ এর প্রধান শিক্ষক গৌতম সিংহ প্রমুখ।

আইনের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা
Legal Awareness Camp : এদিনের কর্মসূচিতে বিডিও শ্যামসুন্দর মিশ্র ছাত্রছাত্রীদের সামনে আগেকার দিনে রাজতন্ত্র থেকে বর্তমান স্বাধীন ভারতবর্ষে আইনের স্বাধীনতা বিষয়ে ব্যাক্ষা করেন। অপরদিকে আইনি পরিষেবা কতৃপক্ষের সুক্তী সরকার,বাল্য বিবাহ ও নারী পাচারের ভয়াবহতা তুলে ধরে আইনের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেন।
