Lakshmi Bhandar : উৎসবে মাতলেন মহিলারা
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধি হওয়ায় অকাল দোল উৎসব মাতলেন মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেস এর মহিলা কর্মী ও এলাকার মহিলারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রতিকী ছবি নিয়ে উৎসবে মাতলেন মহিলারা।

অকাল দোল উৎসব
Lakshmi Bhandar : বৃহস্পতিবার রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক সহায়তা বৃদ্ধি করেছে রাজ্য সরকার। সরকারি সহায়তা বৃদ্ধির ঘোষণা হতেই অকাল দোল উৎসবে মাতলেন

প্রতি মাসে পাবেন ১২০০ টাকা
পটাশপুর ২ নম্বর ব্লকের মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেস ও এর মহিলারা। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে ২ কোটি ১১ লক্ষ মহিলা আর্থিক সহায়তা পাচ্ছেন। এবার সেই প্রকল্পে সাধারণ উপভোক্তাদের ভাতা বেড়ে দ্বিগুণ হয়েছে। মাসে আর ৫০০ টাকা নয়। এবার প্রতি মাসে ১ হাজার টাকা করে পাবেন সাধারণ শ্রেণিভুক্ত মহিলারা। তফসিলি জাতি, উপজাতির মহিলাদের জন্য বাড়ানো হয়েছে ২০০ টাকা। এবার প্রতি মাসে তাঁরা পাবেন ১২০০ টাকা করে।

আবির খেলে উৎসবের মেজাজে মহিলারা।
এই ঘোষণার পর মমতা বন্ধোপাধ্যায়ের ছবি ও লক্ষ্মীর ভান্ডার হাতে নিয়ে আবির খেলে উৎসবের মেজাজে মাতলেন মহিলারা।
উপস্থিত ছিলেন মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি বরুণ গিরি,মহিলা নেত্রি মিতালি জানা কুইলা।