চাষের জমিতে এয়ারফোর্সের বোম্ব।
Kalaikunda Air Base কলাইকুন্ডা বিমান ঘাঁটির থেকে এয়ার ফোর্সের যুদ্ধবিমান প্রশিক্ষণ চলার সময় লক্ষ্যভ্রষ্ট হয়ে ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের চামটিডাঙ্গা এলাকায় চাষের জমিতে পড়ল এয়ারফোর্সের বোম্ব। হঠাৎ করে চাষের জমিতে বোম্বিং হওয়ায় আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ। ঘটনায় এয়ারফোর্সের গাফিলতির অভিযোগে ক্ষুব্ধ সাধারণ মানুষ।

Kalaikunda Air Base :বিকট আওয়াজ শুনে বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে সবাই
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর পৌনে তিনটার সময় চামটিডাঙ্গা এলাকায় একটি বিকট আওয়াজ হয়। সেই সময় সবাই চাষের কাজ সেরে বাড়িতে ছিলেন। বিকট আওয়াজ শুনে সবাই বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে গ্রামবাসীরা। বাইরে এসে দেখে বেশ শব্দের কম্পনে বাড়িতে ফাটল সৃষ্টি হয়েছে। এজবেস্টারে লোহা স্প্রিন্টার ঢুকে ফেটে গেছে, চাষের জমিতে এসে দেখেন যেই এলাকায় বোমা টি পড়েছিল সেখানে প্রায়ই ১০ ফুট গভীর এবং ৫০ ফুট মত লম্বা গর্ত সৃষ্টি হয়েছে। জমিটির পাশেই একটি সেচের শ্যালো ছিল সেটিও নষ্ট হয়ে যায়। জমির উপর দিয়ে হাইটেনশন তার গিয়েছিল। তার ছিড়ে পড়েছে বলে জানা গিয়েছে।মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামবাসীদের মধ্যে।

ঘটনাস্থলে আসে অফিসাররা এবং স্থানীয় থানার পুলিশ।
ঘটনার কিছুক্ষণের মধ্যে এয়ার ফোর্স থেকে অফিসাররা এবং স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এদিকে এয়ারফোর্সের যুদ্ধ বিমানের লক্ষ্যভ্রস্টের খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। কাতারে কাতারে লোক জমা হয় ঘটনাস্থলে যার ফলে এয়ার ফোর্সের টিমকে কাজ করতে সমস্যায় পড়তে হয়। এলাকার মানুষের অভিযোগ , এর আগেও এরকম ঘটনা ঘটেছে তবে এত তীব্রতা কখনও ছিল না এর তীব্রতা যথেষ্ট বেশি এবং ক্ষতির পরিমাণও অনেকটাই বেশি। সেজন্য গ্রামবাসীরা ক্ষতিপূরণের দাবি করেন। স্থানীয়দের দাবি, ঘটনাটি যদি তিনটের সময় না হয়ে যদি বারোটার দিকে হত তাহলে হতাহতের সংখ্যা একশো ছাড়িয়ে যেত।

Breaking News : বিজেপি ছাড়লেন সাংসদ কুনার হেমব্রম, 09 March