June Mallya visits flood affected areas : দুর্গত মানুষের হাতে তুলে দিলেন ত্রাণ সামগ্রী।
কেশিয়াড়ীর বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এলেন মেদিনীপুরের সাংসদ ও রাজ্যের মন্ত্রী, দুর্গত মানুষের হাতে তুলে দিলেন ত্রাণ সামগ্রী।

কেশিয়াড়ি ব্লকে এলেন বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে।
June Mallya visits flood affected areas : টানা তিন দিনের প্রবল বর্ষণের ফলে বিপর্যস্ত জনজীবন। বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করছেন। বুধবার পশ্চিম মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া কেশিয়াড়ি ব্লকে এলেন বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে।তুলে দিলেন ত্রাণ সামগ্রী।

এলাকা ঘুরে ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝার চেষ্টা করেন
বুধবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী ব্লকের সাঁতরাপুর ৩ নম্বর অঞ্চলের রাংটিয়া ও বাঘাস্তি ৫ নম্বর অঞ্চলের খড়িপাড়া এলাকায় উপস্থিত হন সাংসদ। এলাকা ঘুরে ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝার চেষ্টা করেন সাংসদ জুন মালিয়া। পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শিউলি সাহা, কেশিয়াড়ী বিধানসভার বিধায়ক পরেশ মুর্মু ,কেশিয়াড়ী ব্লক প্রশাসনিক আধিকারিক শমিক ভড় কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম সিট ,জেলপরিসদের সদস্যা মামনি মান্ডি ছাড়াও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

ত্রিপল সহ ত্রাণ সামগ্রী তুলে দেন সাংসদ।
বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন সাংসদ ,মন্ত্রী ও বিধায়ক।। ইতিমধ্যেই বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া হয়েছে।
মূলত কয়েকদিন টানা বর্ষণের ফলে ও জলাধারগুলোতে জল ছাড়ার ফলে জল বেড়েছে বিভিন্ন নদীতে। যার ফলে এই বন্যা কবলিত এলাকাগুলিতে যে বিপর্যয় হতে পারে তার একটা আশঙ্কা করে বন্যা কবলিত এলাকাগুলি এদিন পরিদর্শন করেন সাংসদ। দুটি এলাকায় মানুষের হাতে ত্রিপল সহ ত্রাণ সামগ্রী তুলে দেন সাংসদ।এছাড়াও লোধাসবর এলাকা রাংটিয়া গ্রামে রয়েছে বেহাল রাস্তা সেই রাস্তা কংক্রিট ঢালাই রাস্তা করার আশ্বাস দেন পঞ্চায়েত মন্ত্রী শিউলি সাহা ।

This piece has a beautiful rhythm, like the gentle unfolding of a story that you don’t want to end.