JOB SCAM : যুবক নয়, পশ্চিম মেদিনীপুরের দাঁতনে চাকরী প্রতারক এক যুবতী!
JOB SCAM : যুবক নয়, পশ্চিম মেদিনীপুরের দাঁতনে চাকরী প্রতারক এক যুবতী! চাকরী দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে দাঁতনের সোনাকনিয়া থেকে গ্রেফতার এক যুবতী। ধৃতের নাম অঙ্কিতা সাউ। গত কাল অর্থাৎ শনিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে
পুলিশ সূত্রে খবর, লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে। ঘটনায় জানা যায়, অঙ্কিতা পরিচয়পত্র দেখিয়ে চাকরি দেওয়ার নাম করে এলাকায় টাকা তুলত। কখনও বলত তার স্বামী পিডব্লিউডি ইঞ্জিনিয়র, আবার কখনও দাবি করত পুলিশ আধিকারিক। এই মর্মে ভুয়ো পরিচয় পত্র দেখিয়ে চাকরি দেওয়ার টোপে ফেলে প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বেলদা, কেশিয়াড়ী, সবং-সহ বেশ কয়েকটি খানা এলাকায় বহু মানুষ তার হাতে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ।

অভিযোগকারী
৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ
দাঁতন থানায় লিখিত অভিযোগের পর গ্রেফতার করা হয় অঙ্কিতা সাউকে। পরে দাঁতন আদালতে তোলা হলে অভিযুক্তকে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।তাকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।তবে নিজের বিরুদ্ধে উঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত অঙ্কিতা সাউ।
