নতুন করে মাথাব্যথার কারন জন্ডিস।
Jaundice is new headache of the Health Department : ডেঙ্গি নয়, এবছর বৃষ্টির মরসুমে স্বাস্থ্য দফতরের নতুন করে মাথাব্যথার কারন জন্ডিস। কেশিয়াড়ি ব্লকে প্রায় শতাধিক মানুষ জন্ডিস তথা হেপাটাইটিস A রোগে আক্রান্ত। মঙ্গলবার আক্রান্ত কয়েকটি এলাকা পরিদর্শন করল ব্লক প্রশাসন।

Jaundice is new headache of the Health Department : এলাকা পরিদর্শন করেন ব্লক স্বাস্থ্য আধিকারিক
Jaundice is new headache of the Health Department : এদিন খাজরা পঞ্চায়েতের ঘাঘরা ও গিলাগেড়িয়া এলাকা পরিদর্শন করেন ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রণয় ঘোষ, যুগ্ম বিডিও দীপক চট্টোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শীট, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ অভিজিৎ দাস প্রমুখ। প্রশাসন সুত্রে জানা গিয়েছে, দুই এলাকার ঘাঘরাতে ২৬ ও গিলাগেড়িয়াতে ১৯ জন এই রোগে আক্রান্ত।

ঘৃতগ্রাম ও খাজরা পঞ্চায়েত এলাকায় এই রোগের প্রাদুর্ভাব বেশি।
ব্লকের ঘৃতগ্রাম ও খাজরা পঞ্চায়েত এলাকায় এই রোগের প্রাদুর্ভাব বেশি। গত কয়েকদিনে ব্লকজুড়ে আক্রান্তের সংখ্যাটা প্রায় একশোতে পৌঁছেছে বলে জানা গিয়েছে। জন্ডিসের প্রাদুর্ভাবে চিন্তায় ব্লক স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতরের ঘোষণা অনুযায়ী, আগামী দু’একদিনের মধ্যে গ্রামগুলিতে চিকিৎসা পরিষেবা ও সচেতনতার জন্য ৬-৭টি মেডিকেল ক্যাম্প চালু হবে।
