International Mother Language Day : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
বুধবার ছিল একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিন সকালে বেলদা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির উদ্যোগে একুশে ফেব্রুয়ারি স্মরণে অনুষ্ঠান হল বেলদা গাধীপার্কে। এদিনের অনুষ্ঠানটি হয় ভাষার কারিগর অক্ষয়কুমার দত্ত স্মৃতি মঞ্চে। বাংলা ভাষার সেবক ৬ ব্যক্তিত্ব্বের হাতে একুশেসম্মান২০২৪ তুলে দেওয়া হয়। এঁরা হলেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাঁকরাইল সাহিত্য পরিষদ এর অন্যতম সদস্য সর্বেশ্বরমহা পাত্র, অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, কবি ও গল্পকার মিহিরকুমার দণ্ডপাট, বিশিষ্ট সাংবাদিক ও কবি বৃন্দাবন দাসঅধিকারী বিশিষ্ট চিকিৎসক ও ছড়াকার ডাঃ অংশুমান মিশ্র বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ শল্য চিকিৎসক ডাঃ শান্তনু পাত্র। এদিন প্রকাশিত প্রকাশিত হল নবম বর্ষের একুশে পত্রিকা।

বুধবার সকালের এই অনুষ্ঠান এক অন্যমাত্রা
International Mother Language Day : বুধবার সকালে এই অনুষ্ঠানকে অন্যমাত্রা দেয় দীপ্তিপর্ণা মিত্র, অরণ্যা পাণিগ্রাহী, ঈশিকা দাসের আবৃত্তি এবং সৃজনী দে’র নৃত্য। সঙ্গীতে ১৯৫২ এর ইতিহাসকে স্মরণ করেন সঙ্গীতশিল্পী মহুয়া মিশ্র এবং অবসরপ্রাপ্ত শিক্ষক ও শিল্পী গোপাল বসু। ১৯৫২ এর প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন লোক কবি পরেশ বেরা। অনুষ্ঠানের উদ্যোক্তা এবং ‘একুশে’ এর সম্পাদক অখিলবন্ধু মহাপাত্র বলেন, ‘বেলদা এলাকায় ২০০৬ সাল থেকে একুশে ফেব্রুয়ারি স্মরণে বেলদা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটি এই আয়োজন করে আসছে। ২০১৬ থেকে একুশে পত্রিকা প্রকাশ কিরা হচ্ছে। এবারেও একুশে পত্রিকায় ভারত ও বাংলাদেশের প্রায় ১০০ লেখক লেখিকা কলম ধরেছেন। প্রচ্ছদ এঁকেছেন নিত্যানন্দ দাস’।
এদিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষিকা ও নৃত্যশিল্পী মৈত্রেয়ী ত্রিপাঠী ধাওয়া।

Table of Contents
