father & daughter missing : মালদা জেলাতে ফের নিখোঁজ
father & daughter missing : মালদা জেলাতে ফের নিখোঁজের ঘটনা ঘটল। ১১ দিন ধরে নিখোঁজ বাবা ও তিন বছরের কন্যা সন্তান। পিকনিক করতে যাবে বলে বাড়ি থেকে বেরানোর পর থেকে নিখোঁজ হয়ে যায় বাবা ও মেয়ে। ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনে বাড়ি থেকে বেরায় বাবা ও মেয়ে ।তারপর তারা আজও নিখোঁজ রয়েছে অভিযোগ পরিবারের।

father & daughter missing : নিখোঁজ 2 জন সানিপার্ক এলাকার বাসিন্দা
ইংরেজবাজার শহরের সানিপার্ক এলাকার বাসিন্দা ইন্দ্রজিৎ সরকার ।একজন বেসরকারি ব্যাংকের কর্মী। স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে তিনি ভাড়া থাকতেন। তার স্ত্রী জুমা গোস্বামী ২৭ জানুয়ারি ইংরেজ বাজার থানায় তার স্বামী ও তার তিন বছরের কন্যা সন্তান নিখোঁজের বিষয় নিয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ করেন। ১১ দিন প্রায় হতে চলেছে এখনো পর্যন্ত তাদের কোন সন্ধান পায়নি পুলিশ। রীতিমতো চিন্তিত পরিবারের সদস্যরা।

নিখোঁজ ব্যক্তির স্ত্রী ঝুমা গোস্বামীর দাবি
নিখোঁজ ব্যক্তির স্ত্রী ঝুমা গোস্বামী জানান ২৬ তারিখ সকাল ১০ টা ৩০ মিনিট এর দিকে তার স্বামী তার তিন বছরের কন্যাকে নিয়ে পিকনিক করতে যাবে বলে বাড়ি থেকে বেরাই তারপর সে আর বাড়ি ফিরে নি। ২৭ তারিখে এ বিষয়ে থানার অভিযোগ জানানো হয়।। পুলিশ সেভাবে সহযোগিতা করছে না বলে অভিযোগ পরিবারের। প্রতিদিনই থানায় যাওয়া হচ্ছে। অবশেষে মালদা জেলা আদালত দারস্ত হয়েছে পরিবার। শুধু তাই নয় স্বামী ও মেয়েকে ফিরিয়ে পাওয়ার বিষয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এবং রাজ্যপাল কে লিখিত অভিযোগ স্পিড পোস্টের মাধ্যমে পাঠানো হয়েছে বলে বলে পরিবারের দাবি।
রীতিমতো চিন্তিত পরিবার। নিখোঁজের দিন থেকেই মোবাইলে সুইচ বন্ধ পাচ্ছেন তারা। কোথায় আছে কেমন আছে? কোন কিছু জানতে পারছেন না পরিবার।

১০ বছরের নাবালিকার খুনের ঘটনা
সম্প্রতি উত্তর বালুচরের ১০ বছরের নাবালিকার খুনের ঘটনায় নিয়ে রীতিমতো তোলপাড় গোটা রাজ্য গোটা জেলা। এ বিষয়েও রীতিমত চিন্তার মধ্যেই রয়েছেন ঝুমা গোস্বামী। স্বামী ও মেয়েকে পাওয়ার বিষয় এ হাত জোড় করে প্রার্থনা।

অম্লান ভাদুড়ী জানান
একজন মহিলা গত 11 দিন আগে থানায় কমপ্লেন জানিয়েছে তার স্বামী এবং বাচ্চাকে পাওয়া যাচ্ছে না। তারপরও পুলিশ এখনো পর্যন্ত ব্যবস্থা নিতে পারেনি। একটা ঘটনা স্বামী স্ত্রীর মধ্যে ডিফারেন্স হয়েছে স্বামী বাচ্চা কে নিয়ে চলে গেছে। কিন্তু তারপরও একটা নিরাপত্তার ব্যাপার আছে বাচ্চাটা সঠিকভাবে আছে কিনা স্বামীর কাছে সুস্থ ভাবে আছে কিনা এটা পুলিশের আইডেন্টিফাই করার দরকার আছে এটা কিন্তু পুলিশের তরফ থেকে হচ্ছে না। ১১ দিন হয়ে গেছে, এখনো কোনো খোঁজ নাই। এখানেই মানুষের ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বাবলা সরকার জানান
মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বাবলা সরকার জানান বিষয়টি জানা আছে মহিলা মুখ্যমন্ত্রী, রাজ্যপাল কে জানিয়েছেন তিনি অভিযোগ জানাতে পারেন। তবে পুলিশ ঠিক কাজই করছে। এইসব বিষয় নিয়ে রাজনীতি করা ঠিক নয়।
