কাকতাড়ুয়ার ভুমিকা পালন চাষিদের।
Farmers played the dish to save the seeds : কেশিয়াড়ীর অর্জুনগেড়িয়া এলাকায় চাষিদের স্বল্পকালীন ধানের বীজতলা খেয়ে সাবাড় করছে পাখির দল। বীজতলা বাঁচাতে থালা ,বাটি সহ একাধিক সামগ্রী নিয়ে কাকতাড়ুয়ার ভুমিকা পালন করতে হচ্ছে চাষিদের।

Farmers played the dish to save the seeds : চাষিরা জানাচ্ছেন
চাষিরা জানাচ্ছেন, বৃষ্টির অভাবে স্বল্পকালীন ধান চাষের জন্য সদ্য বীজতলা ফেলেছেন। তবে পাখি এসে সেই বীজতলার ধান খেয়ে সাবাড় করছে। তাই ধান বাঁচতে হাতে থালা, বাটি, প্লাস্টিকের বোতল নিয়ে মাঠেই সারাদিন সময় কাটাতে হচ্ছে। পাখি ধারে কাছে এলে বাজানো হচ্ছে থালা। অনেকে আবার প্লাস্টিকের বোতলে নুড়ি ভরে নাড়াচ্ছেন। সেই অদ্ভুত শব্দ পাখিদের বীজতলা থেকে তফাতে রাখছে। কেউ বাড়ি থেকে চেয়ার এনে দিব্যি বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছেন। বাড়ি থেকে সঙ্গে আনছেন খাওয়ার ও জল। কেউ ছোট্ট বাঁশের ডগায় লাল কাপড় বেঁধে ওড়াচ্ছেন। পাখি তাড়াতে এহেন নানা পথ অবলম্বন করছেন চাষিরা।

সকাল থেকে পালা করে পাখি তাড়াতে হচ্ছে
চাষিদের দাবি, পরিবারের সদস্যদের মধ্যে সকাল থেকে পালা করে পাখি তাড়াতে হচ্ছে। বীজতলা বাঁচাতে প্রাণান্তকর চেষ্টা চালাতে হচ্ছে তাদের। এবছর বর্ষা দেরিতে হওয়ায় এলাকায় চাষের কাজ শুরু করতে দেরি হয়েছে। যাদের বিকল্প জলের ব্যবস্থা নেই তারা বৃষ্টির পথ চেয়ে বসেছিলেন। ফলে বৃষ্টির জলের আশায় তিনমাসের ধানের বীজতলা ফেলতে শুরু করেছেন চাষিরা। আর তারাই পড়েছেন বিপাকে। পাখি সেই ফাঁকা জমিতেই নেমে সদ্য ফেলা বীজতলা থেকে ধান খেয়ে সাবাড় করছে। তা বাঁচাতে এরকম অভিনব উদ্যোগ নিচ্ছেন চাষিরা।
