Table of Contents
Digha Rape: ধর্ষণের শিকার এক পর্যটক মহিলা
Digha Rape: দিঘাতে বেড়াতে এসেছিলেন এক মহিলা সহ তার ছেলে সঙ্গীকে নিয়ে। হোটেল ঠিক করে দেওয়ার নাম করে তাদেরকে নিয়ে যায় একদল দুষ্কৃতীরা। সেই দুষ্কৃতকারীদের সাথে একটি বাইকে ছিলেন পর্যটক মহিলা। অপর একটি বইকে ছিলেন ছেলে সঙ্গী।এরপর একটি ফাঁকা জায়গায় আটকে জোরপূর্বক তাদের টাকা-পয়সা ও সোনা দানা ছিনিয়ে নেওয়া হয়। sananda news,

ধর্ষণ দীঘায়
পরে জোরপূর্বক মুখে চাপা দিয়ে আরো নির্জন জায়গায় পর্যটক মহিলাকে টেনে নিয়ে যায়। তার পর যুবককে গাছে বেঁধে বেধরক মারধর করার পাশাপাশি মহিলাকে জঙ্গলের দিকে টেনে নিয়ে গিয়ে এক যুবক ধর্ষণ করে বলে অভিযোগ। পুলিশ সূত্রে এমনটাই প্রাথমিকভাবে জানা গেছে। আর এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সৈকত সুন্দরী দীঘায়।

গ্রেফতার দুই জন
Digha Rape :মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে দীঘা থানার পুলিশ রাতভর অভিযান চালিয়ে দুই জনকে দীঘা লাগোয়া রতনপুর গ্রাম থেকে গ্রেফতার করেছে। পুলিশ সুত্রে খবর অভিযুক্ত আরও একজন ফেরার । ধৃতদের সোমবার কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক টিআই প্যারাটে নির্দেশ দেন।

মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন
Digha Rape : পুলিশ সূত্রে আরো জানা গেছে, মোট তিন বন্ধুর সহযোগিতায় মহিলাটি ধর্ষণ হয়েছে। তবে দুজনকে গ্রেফতার করা গেলেও একজন এখন পর্যন্ত পলাতক রয়েছে । তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
সৈকত শহরে এই ধরনের ঘটনা ঘটায় জনমানসে মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। মহিলাদের নিরাপত্তা নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে।
