স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন দিল বেলদা রেল যাত্রী ও নাগরিক কল্যান সমিতি

Demand for resettlement : স্টেশনকে অমৃত ভারত স্টেশনে উন্নতি করার জন্য উচ্ছেদ হওয়া পরিবারগুলোর পুর্নবাসনের দাবিতে বেলদা স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন দিল বেলদা রেল যাত্রী ও নাগরিক কল্যান সমিতি।দাবি তোলা হয় উচ্ছেদ হওয়া পরিবারগুলোকে দ্রুত পুনর্বাসন দেওয়া হোক।
Demand for resettlement : স্টেশনের কাজ করতে গিয়ে বেশ কিছু পরিবারকে উচ্ছেদ করা হয়েছে

উল্লেখ্য কেন্দ্র সরকারের ঘোষণা মতো বেলদা স্টেশনকে অমৃত ভারত স্টেশন হিসাবে উন্নতি করার কাজ চলছে। অভিযোগ,এই কাজ করতে গিয়ে বেশ কিছু পরিবারকে উচ্ছেদ করা হয়েছে । যারা ১৯৬৮ সাল থেকে ওই জায়গায় বসবাস করছেন। তাই অবিলম্বে উচ্ছেদ হওয়া পরিবারগুলিকে পুনর্বাসন দেওয়া,বেলদা স্টেশন থেকে বেলদা হাওড়া লোকাল ট্রেন চালু ,পুরি জলেশ্বর লোকাল ট্রেন টিকে বেলদা পর্যন্ত সম্প্রসারিত করা, দিল্লি ও চেন্নাই গামী এক্সপ্রেস ট্রেনের স্টপেজ, ২৪ নম্বর রেলগেটে অবিলম্বে ওভারব্রিজ নির্মাণের কাজ শুরুর দাবিতে শুক্রবার বেলদা রেল যাত্রী ও নাগরিক কল্যাণ সমিতির পক্ষ থেকে বেলদা স্টেশন ম্যানেজারের নিকট ডেপুটেশন দেওয়া হয়।
Demand for resettlement : অবিলম্বে তাদের পুনর্বাসন দেওয়ার দাবি তোলা হয়

কমিটির দাবি, দীর্ঘদিন ধরে যে সমস্ত পরিবার রেলের জায়গায় বসবাস করছিলেন। রেল দপ্তর বর্তমানে তাদেরকে উচ্ছেদ করায় তারা গৃহহীন হয়ে পড়েছেন ।তাদের মধ্যে কেউ পরিচারিকার কাজ করছেন তো কেউ ছোট গুমটি, কেউ জুতা সেলাই ,কেউ ছোট ব্যবসা করে দিনাতিপাত করছেন। এই প্রচন্ড দাবদাহে গৃহহীন অবস্থায় তারা কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন। অবিলম্বে তাদের পুনর্বাসন দেওয়ার দাবি তোলা হয়। পাশাপাশি রেল কমিটির দাবি দীর্ঘদিন ধরে বেলদা স্টেশনের সার্বিক উন্নয়নের দাবিতে বেলদা রেল যাত্রী ও নাগরিক কল্যাণ সমিতি আন্দোলন চালিয়ে আসছে। বর্তমানে লোকসভা নির্বাচন কিন্তু এখনো বেলদার ২৪ নম্বর রেলগেটে ওভার ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়নি। অবিলম্বে তা শুরু করার দাবি তোলা হয়।
দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন রেল যাত্রী ও নাগরিক কল্যান সমিতির সভাপতি প্রদীপ দাস ,সম্পাদক রামলাল রাঠি, সুশান্ত পানিগ্রাহী, গৌরীশংকর প্রধান, কণিকা চক্রবর্তী, রঞ্জন শাসমল,ব্রতীণ দাস প্রমুখ। কমিটির হুঁশিয়ারি,তাদের দাবি রেল দপ্তর না পুরন না করলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন।