Death by elephant attack : হাতির আক্রমণে মৃত্যু হল চন্দ্রকোনার ধামকুরিয়া এলাকার ব্যক্তির।
হাতি দেখতে জঙ্গলের ভেতরে ঢুকে হাতির আক্রমণে মৃত্যু হল চন্দ্রকোনার ধামকুরিয়া এলাকার ব্যক্তির।সোমবার সন্ধ্যার এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

উৎসাহী লোকজনের সাথে হাতির পাল দেখতে জঙ্গলে ঢুকেছিলেন
Death by elephant attack : জানা গিয়েছে, এদিন সন্ধ্যা নাগাদ এলাকার কয়েকজন উৎসাহী লোকজনের সাথে হাতির পাল দেখতে জঙ্গলে ঢুকেছিলেন। সঙ্গে ছিলেন চন্দ্রকোনার ধামকুরিয়া এলাকার বাসিন্দা প্রদীপ ঘোষ। সেই সময় হঠাৎ এই হাতির পালের মধ্যে পড়ে যায় ওই ব্যক্তি হাতির আক্রমণে মারাত্মকভাবে জখম হন। ঘটনার পর আহত প্রদীপ ঘোষকে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হলে শারীরিক অবস্থার অবনতির কারণে তাকে পাঠানো হয় মেদিনীপুর মেডিকেল কলেজের উদ্দেশ্যে। কিন্তু অন্যত্র নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় ওই ব্যক্তির।

রবিবার ভোরে ধামকুড়িয়া জঙ্গলে প্রবেশ করে
ঘটনায় বনদপ্তরের তরফে জানানো হয়,ধামকুড়িয়া জঙ্গলে ২৩-২৪ টি হাতির দল রবিবার ভোরে ধামকুড়িয়া জঙ্গলে প্রবেশ করে।আজ সন্ধ্যা নাগাদ প্রদীপ ঘোষ নামের ওই ব্যক্তি সহ কয়েকজন ধামকুড়িয়া জঙ্গলে হাতি দেখতে গভীর জঙ্গলে ঢুকে পড়ে।আর সেসময় হাতির পালের মুখে পড়ে যায় ওই ব্যক্তি,তার সাথে থাকা বাকিরা পালিয়ে যায়।ঘটনাস্থলে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকে ওই ব্যক্তি,খবর পেয়ে তড়িঘড়ি চন্দ্রকোনা রেঞ্জের রেঞ্জার তমাল মুখ্যার্জি সহ অন্যান্য বনআধিকারিকরা এবং চন্দ্রকোনা থানার পুলিশ।

প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত।
মঙ্গলবার দুপুরে মৃত ব্যক্তির বাড়িতে পরিবারের সদস্যদের সাথে দেখা করে সমবেদনা জানানো ও সরকারি সবরকম সহযোগিতার আশ্বাস দিলেন রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত।মৃতের পরিবারকে আপাতত আর্থিক ক্ষতিপূরণ তুলে দেওয়ার পাশাপাশি আগামী দিনে সরকারি সমস্ত রকম সুযোগ সুবিধা দেওয়া হবে বলে জানান শ্রীকান্ত মাহাত।মন্ত্রীর থেকে সবরকম সহযোগিতার আশ্বাস পেয়ে আশ্বস্ত মৃতের পরিবার এমনটাই জানান তারা।
